লাদাখে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে ভারতীয় সেনার ট্রাক, মৃত ৯ জওয়ান

বাংলা হান্ট ডেস্ক : ভয়ংকর দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার (Indian Army) গাড়ি। লাদাখে (Ladakh) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি। ঘটনায় নয়জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। জানা গিয়েছে, লে (Leh) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেনার গাড়িটি কারু গ্যারিসন থেকে কিয়ারির দিকে যাচ্ছিল। কিয়ারিতে ঢোকার সাত কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়িটি গড়িয়ে পড়ে। ওই গাড়িতে মোট ১০ জন জওয়ান ছিলেন বলে খবর। তার মধ্যে নয়জনেরই মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

কিভাবে ঘটল দুর্ঘটনা? ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই দুর্ঘটনা সম্পর্কে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতীয় সেনার একটি গাড়ি লে থেকে নয়মার উদ্দেশে রওনা হয়েছিল। কনভয়ের মধ্যে একটি গাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। কিয়ারি থেকে ৭ কিলোমিটার দূরে শনিবার বিকেলে পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ওই গাড়িতে ১০ জন ছিলেন। তার মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এক জন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

indian army

কী বললেন প্রতিরক্ষামন্ত্রী : ঘটনার দুঃখপ্রকাশ করেছেম দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্রুত উদ্ধারকাজের জন্য সেনা জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘লাদাখের লে অঞ্চলের কাছে খাদে সেনাবাহিনীর গাড়ি উলটে পড়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দেশের প্রতি এই সেনাদের অবদান ভোলার নয়। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আশঙ্কাজনক অবস্থায় আরও এক সেনা জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’

দুঃখ প্রকাশ মহিলা কমিশনের চেয়ারম্যানের : এই দুর্ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল। এক্স হ্যান্ডেলে (টুইটার) তিনি লেখেন, ‘লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় ভারতের সাহসী সেনা জওয়ানদের মৃত্যুতে আমি শোকাহত। মৃতদের পরিবারের পাশে কঠিন সময়ে থাকতে হবে। আহতের আরোগ্য কামনা করি।’

আরও পড়ুন : পুরসভায় বিজেপির ক্যাডার! প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যা করল কেন্দ্রীয় বাহিনী … চাঞ্চল্য কলকাতায়

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত লাদাখ : গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে। উত্তর ভারত জুড়েই দুর্যোগপূর্ণ পরিস্থিতি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জম্মু-কাশ্মীর এবং লাদাখ অঞ্চলেও টানা বৃষ্টিপাত চলছে। এই পরিস্থিতিতে একাধিক রাস্তায় ধস নেমেছে। মনে করা হচ্ছে লে অঞ্চলের ওই এলাকাতেও ধস এবং বৃষ্টিপাতের জেরে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। সেই অবস্থাতেই সেনাবিহনীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে। আর তাতেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

Sudipto

সম্পর্কিত খবর