ছিলেন চা শ্রমিক, হবেন সাংসদ! তৃণমূলের প্রকাশ চিক বরাইকের সম্পত্তির পরিমাণ অবাক করবে

বাংলা হান্ট ডেস্কঃ গত জুলাই মাসে রাজ্যসভার সাংসদ পদে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তাতে পুরাতনদের পাশাপাশি উঠে এসেছে বেশ কিছু নতুন নাম। এর নতুনদের মধ্যেই রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik)। রাজ্যসভার নয়া মুখ এই আদিবাসী নেতা এখন চর্চার শিরোনামে।

সোমবার রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ হিসেবে শপথ নেবেন দলের বহুদিনের কর্মী প্রকাশ চিক বরাইক। শুধুই নতুন মুখ বলেই যে তাকে নিয়ে চর্চা তেমনটা কিন্তু নয়। অন্য এক কারণও রয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, বর্তমানে রাজ্যসভার যে ২২৫ জন সংসদ রয়েছেন, তার মধ্যে সব থেকে কম সম্পত্তির তালিকায় রয়েছে তৃণমূল সাংসদ চিক বরাইকের নাম।

গত মাসে আদিবাসী এই নেতার নাম সামনে এনে সকলকে খানিক চমকে দিয়েছিল তৃণমূল। আদিবাসী পরিবারের সদস্য ও চা শ্রমিক প্রকাশ চিক বরাইকের আগের জীবন ছিল একেবারেই আলাদা। এক সময় নিজের হাতে চা বাগানের পাতা তুলতেন তিনি। সেখান থেকে রাজ্যসভায় যাওয়ার কথা যে কখনো তিনি স্বপ্নেও ভাবেননি তা নিজেই জানিয়েছিলেন নেতা।

prakash mp

আরও পড়ুন: নিজের নাকতলার বাড়িতে কি কাজ করতেন পার্থ চট্টোপাধ্যায়? আদালতে ফাঁস করল CBI

দুদিন আগেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচের (NIW) প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে রাজ্যসভার সাংসদদের মধ্যে স্থাবর-অস্থাবর সব মোট সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকার নিচে এরম চারজন সাংসদ রয়েছেন। সেই চারজনার মধ্যে রয়েছে চিক বরাইকের নামও।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের জামিন! কে পেল শর্তসাপেক্ষ মুক্তি? তোলপাড় রাজ্য

যেই বিষয় নজর কেড়েছে অনেকেরই। একদিকে যেখানে বহু সাংসদদের সম্পত্তির পরিমান দেখে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড় সেখানে প্রকাশ সত্যিই ব্যতিক্রম। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন প্রকাশ। জুলাই মাসে সাংসদের প্রার্থী তালিকায় যখন তার নাম সামনে এসেছিল তখন নেতা জানিয়েছিলেন, সাংসদ হলে সমস্ত জনজাতির উন্নয়ণের জন্য কাজ করবেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর