বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরের শুরুর থেকেই মিডিয়া লাইমলাইটে রয়েছে দেওল পরিবার। প্রথমে সানি দেওলের (Sunny Deol) ছেলে কর্ণের বিয়ে আর তারপর করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ (Rocky Aur Rani Ki Prem Kahani) ছবিতে ধর্মেন্দ্রর কামব্যাক। আর এবার তো চর্চায় খোদ নায়ক সানি দেওল। সৌজন্যে ‘গদর’ ছবির সিক্যুয়েল ‘গদর ২’ (Gadar 2)।
আজ থেকে প্রায় ২২ বছর আগে ২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর’। ট্রাক ড্রাইভার তারা সিং ও সাকিনার ভালবাসার গল্পে মশগুল হয়ে উঠেছিল গোটা দেশ। ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গান তখন সবার মুখে মুখে। মুক্তির সাথে সাথেই ব্লক ব্লাস্টার হিট সানি দিওল (Sunny Deol) আর আমিশা প্যাটেলের (Amisha Patel) ছবি ‘গদর এক প্রেম কথা’ (Gadar Ek Prem Katha)।
আজও যদি বলিউডের সেরা প্রেম কাহিনীর কথা জিজ্ঞেস করা হয় তো নিঃসন্দেহে উঠে আসবে এই ছবির নাম। দেশভাগের প্রেক্ষাপটে এক অসাধারণ প্রেম কাহিনী বলেছিলেন পরিচালক অনিল শর্মা। সানি-আমিশার রসায়ন এতোটাই বিমোহিত করেছিলো মানুষকে যে, মাত্র ১৯ কোটি দিয়ে তৈরি ছবির কালেকশন ছিলো ১৩৩ কোটি টাকা। এরপর দীর্ঘ ২২ বছর পরে গত ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গদর ২।
আরও পড়ুন : শুভলগ্নে ‘চন্দ্রযান-৩’কে নিয়ে কার্টুন এঁকে কটূক্তি প্রকাশ রাজের! পোস্ট ভাইরাল হতেই ধুয়ে দিল দেশবাসী
ছবি মুক্তির দ্বিতীয় শুক্রবারই ৩০০ কোটির ক্লাবে পা রেখেছে বহুল চর্চিত এই ছবি। কালেকশনের নিরিখে বলিউডের খানেদেরও টপকে গিয়েছেন সানি। আর এবার অন্য সিক্যুয়েলের উপর নজর অভিনেতার। সূত্রের খবর, ‘গদর ২’-এর পর এ বার ‘বর্ডার ২’ ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন সানি দেওল। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ‘বর্ডার’ ছবির পরিচালক জেপি দত্তের সঙ্গে ফের জুটি বাঁধছেন সানি।
আরও পড়ুন : শুভলগ্নে ‘চন্দ্রযান-৩’কে নিয়ে কার্টুন এঁকে কটূক্তি প্রকাশ রাজের! পোস্ট ভাইরাল হতেই ধুয়ে দিল দেশবাসী
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে আঁকা হচ্ছে ‘বর্ডার ২’ ছবির চিত্রনাট্য। বলিউড সূত্রে খবর, গত দু-তিন বছর ধরে এই ছবি নিয়ে ভাবনাচিন্তা করছেন নির্মাতারা। আর এবার সেই সিদ্ধান্তে সায় দিয়েছেন খোদ অভিনেতাও। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করতে চলেছেন নির্মাতারা। ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন নির্মাতারাও। খুব সম্ভবত ছবিটা প্রযোজনা করবেন জেপি দত্ত ও নিধি দত্ত।
উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছিলেন সুনীল শেট্টি, জ্যাকি শ্রফের মতো অভিনেতারা। ‘বর্ডার ২’ ছবিতেও কি তাদেরই দেখা যাবে? খুব সম্ভবত ‘না’। খবর যে, এবার নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে কাজ করতে চাইছেন নির্মাতারা। তার সাথে ভিএফএক্স নিয়েও কাজ করতে চাইছেন ছবির প্রযোজক পরিচালকরা।