শুভলগ্নে ‘চন্দ্রযান-৩’কে নিয়ে কার্টুন এঁকে কটূক্তি প্রকাশ রাজের! পোস্ট ভাইরাল হতেই ধুয়ে দিল দেশবাসী

বাংলা হান্ট ডেস্ক : সিনে দুনিয়ার একজন জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেতা তথা রাজনীতিবিদ হলেন প্রকাশ রাজ (Prakash Raj)। অভিনয় তো বটেই পাশাপাশি তার রাজনৈতিক মতামতের জন্যেও হামেশাই চর্চায় থাকেন তিনি। ইন্ডাস্ট্রির গালগল্প হোক কী দেশের অভ্যন্তরীণ রাজনীতি__কোনকিছুতেই নিজের মতামত প্রকাশ করতে পিছপা হননা এই অভিজ্ঞ অভিনেতা।‌ তবে এবার এমন কিছু বলে বসলেন যাতে ক্ষুব্ধ হয়ে উঠেছে গোটা দেশ।

এমনিতে তাকে ঠোঁটকাটা বলে সকলেই চেনে। তার তীক্ষ্ণ কটাক্ষের জেরে অতিষ্ঠ হয়ে ওঠে বাঘাবাঘা রাজনীতিবিদরা। অভিনয় জগতেও রয়েছে ভালো নামডাক। তবে এবার তিনি আক্রমণ হেনে বসলেন সোজা চন্দ্রযানকেই। যদিও নেটিজনদের কথায়, আসলে চন্দ্রযানের আড়ালে তার এই কটাক্ষ বাণী ছিল দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে। তবে উদ্দেশ্য যাই হোক না কেন, প্রকাশ রাজের সাম্প্রতিক ক্রিয়াকলাপে যে গোটা দেশ ট্রিগার হয়ে গেছে সে কথা বলাই বাহুল্য।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস রচনার পথে ভারত। এই দক্ষিণ মেরুই সবচেয়ে এবড়ো-খেবড়ো, রয়েছে শয়ে শয়ে গর্ত। ঢালু, উঁচু নীচু এলাকায় সফলভাবে ল্যান্ডিং করতে পারবে তো আমাদের বিক্রম? গোটা দেশবাসী যখন এই চিন্তায় আঙুলের নখ খাচ্ছে তখনই সামনে এল প্রকাশ রাজের টুইট। কী আছে এই টুইটে?

সম্প্রতি অভিনেতা তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি কার্টুন ছবি পোস্ট করেছেন। ছবিটি মূলত একটি চা ওয়ালার। লুঙ্গি পরিহিত কৃষ্ণ বর্ণের একটি মানুষ চা ঢালছেন। ছবিটিতে বাতাসে চায়ের স্প্ল্যাশ তৈরি করা হয়েছে। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “বিক্রম ল্যান্ডারের চাঁদ থেকে আসছে প্রথম ছবি। শুধু জিজ্ঞাসা করছি।”

রাজনৈতিক মতাদর্শ যাই থাক, এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে এই অবজ্ঞা এবং কটাক্ষকে মোটেও মেনে নিতে পারছেনা সাধারণ মানুষ। ইসরোর প্রচেষ্টা এবং ক্ষমতাসীন বিজেপির প্রতি প্রকাশ রাজের স্পষ্ট অবজ্ঞা দেখে ক্ষোভে ফেটে পড়েছে নেটিজনদের একাংশ। এক ইউজার লিখেছেন, ‘আপনারা কি দেশের কোনও ভালো কাজে কখনও খুশি হতে পারেননা?’ অপর একজন কটাক্ষ শানিয়ে লিখেছেন, ‘আমাদের দেশ ইতিহাস গড়তে চলেছে আর আপনি এসব করে মানুষের মন বিষিয়ে দিতে চাইছেন? ছিঃ ছিঃ।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর