বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপের (2023 Asia Cup) দল ঘোষণা হয়ে গিয়েছে। স্কোয়াড দেখে কিছুটা সন্তুষ্ট হয়েছেন ভারতীয় সমর্থকরা। কিন্তু দলের মধ্যে কিছু তারকাকে নিয়ে আপত্তি রয়েছে অনেক ভারতীয় সমর্থকদেরই। অনেকে মনে করছেন যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র নির্বাচকদের বা দলের প্রধানদের পছন্দের তালিকায় থাকায় এই ক্রিকেটাররা জায়গা পেয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) এশিয়া কাপের স্কোয়াডে।
এশিয়া কাপ আরম্ভ হবে ৩০ আগস্ট থেকে। তবে ভারত এই টুর্নামেন্টে অভিযান শুরু করবে সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তার আগে দেখে নেওয়া যাক কোন কোন তারকাদের নিয়ে কিছুটা সমস্যা রয়েছে
◆ সূর্যকুমার যাদব: টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি যতটা বিধ্বংসী, ওডিআই ফরম্যাটে তিনি ততটাই ব্যর্থ। দিনের পর দিন ভারতীয় দলে তাকে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এখনো অবধি একটিও মনে রাখার মত ওডিআই ইনিংস খেলতে পারেননি তিনি। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তার সাম্প্রতিক ফর্ম দেখে তাকে শেষ একবার এই ফরম্যাটে সুযোগ দেবে বিসিসিআই। এশিয়া কাপে পাকিস্তান ও অন্যান্য বড় দলগুলির বিরুদ্ধে ভালো পারফরম্যান্স না করতে পারলে ওডিআই ফরম্যাটের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে।
◆ শুভমান গিল: যে শুভমান গিল-কে নিয়ে সমর্থকরা অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন এবং তাকে বিরাট কোহলির উত্তরসূরী বলা হচ্ছিল, তিনি আপাতত নিজের সেরা ছন্দের ধারে কাছেও নেই। বছরের শুরুতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পেলেও অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে তাকে রীতিমতো বেকায়দায় দেখিয়েছে। এরপর অনেকেই প্রশ্ন তুলে দিয়েছেন যে তার আর ওডিআই ফরম্যাটে রোহিতের সাথে ওপেন করা উচিত কিনা সেই নিয়ে। কিন্তু অতীতের কথা স্মরণে রেখেই হয়তো তাকে এশিয়া কাপে একবার নিজেকে প্রমাণের শেষ সুযোগ দেওয়া হবে। যদিও প্রাথমিকভাবে যখন এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হয়, সেখানে গিলের নাম ছিল না। কিন্তু ৮ মিনিট পরেই সেই চিত্রটি বদলে যায় এবং নতুন ঘোষণা করা স্কোয়াডে তিনি জায়গা পান। সাম্প্রতিক ব্যর্থতার ছবিটা এখানেও অপরিবর্তিত থাকলে এবার হয়তো ওডিআই দল থেকেও ছেঁটে ফেলা হতে পারে তাকে।
আরও পড়ুন: ধোনির সবচেয়ে বড় শত্রুকে এশিয়া কাপের দলে জায়গা! রোহিতের সিদ্ধান্তে হতাশ মাহি ভক্তরা
◆ যশপ্রীত বুমরা: এই তালিকার মধ্যে একজন হলেন যশপ্রীত বুমরা। দীর্ঘদিন ধরে তিনি চোটের কারণে ভুগছিলেন। কিন্তু অবশেষে তিনি সুস্থ হয়ে এখন আয়ারল্যান্ড সিরিজে তুলনামূলক দ্বিতীয় সারির ভারতীয় দলের সঙ্গে মাঠে নেমেছেন এবং বেশ ভালোই ছন্দে রয়েছেন। কিন্তু তার মানে এটা প্রমাণিত হয় না যে তিনি ৫০ ওভার মাঠে থাকার জন্য প্রস্তুত এবং কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে একই রকম পারফরম্যান্স করতে পারবেন। এশিয়া কাপে তাকে নিজের যোগ্যতায় প্রমাণ দিতে হবে। তা না হলে বিশ্বকাপের দলে হয়তো তাকে নাও রাখতে পারে বিসিসিআই।