ধোনির সবচেয়ে বড় শত্রুকে এশিয়া কাপের দলে জায়গা! রোহিতের সিদ্ধান্তে হতাশ মাহি ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্যই এশিয়া কাপের (2023 Asia Cup) দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নির্বাচিত নির্বাচন মন্ডলীর প্রধান অজিত আগারকার। তিনি এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এই স্কোয়াড ঘোষণার পরেই সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়েছেন এবং সেখানে তারা জানিয়েছেন অত্যন্ত ভাবনা চিন্তার পর তারা এই ১৭ জন ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণ করতে শ্রীলঙ্কা উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ধোনির শত্রুও পেলো জায়গা:
কিন্তু এই দলে এমন একজন রয়েছেন যাকে নিয়ে মহেন্দ্র সিংহ ধোনির অন্ধ ভক্তরা খুব একটা সন্তুষ্ট নন। তার মূল কারণ অবশ্য তাদের ক্রিকেট সম্পর্কে অজ্ঞতা। মাথায় কিছুটা বুদ্ধি থাকলেও একটা ব্যাপার স্পষ্ট হয়ে যায় যে মাঠে কখনো কখনো দুই একই দলের ক্রিকেটার একে অপরের সঙ্গে বচসায় জড়ান। কিন্তু সেই ঝামেলাটা হয় ক্ষণস্থায়ী। কিন্তু সেই ব্যাপারটা না বুঝে ধোনির একাংশের ভক্তরা রবীন্দ্র যাতে যা জিনিয়া গত আইপিএল এর ফাইনালে চেন্নাই সুপার কিংস এর জয়ের ব্যাপারে বড় ভূমিকা নিয়েছিলেন তাকে নিয়ে এখনো সন্তুষ্ট নন এবং তাকে এশিয়া কাপের দলে দেখে রোহিতকে দোষী করেছেন।

কি হয়েছিল ধোনি ও জাদেজার মধ্যে?
২০২২ সালে আয়োজিত আইপিএলে প্রাথমিকভাবে জাদেজাকে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল জাদেজাকে। কিন্তু দলের হতস্রে পারফরম্যান্সের জন্য মাঝপথে ধোনিকে আবার নেতৃত্বে ফেরত আনা হয়। ওই বছর আইপিএল শেষ হওয়ার পর জাদেজা নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টগুলি থেকে চেন্নাই সুপার কিংস সম্পর্কিত পোস্টগুলি আশঙ্কায় ডিলিট করে দিয়েছিলেন। তারপর অবশ্য ঝামেলা মিটে যায় এবং যাদের যা ২০২৩ সালেও হলুদ জার্সিতে মাঠে নামেন। কিন্তু একটি ম্যাচে তাকে ধোনের সঙ্গে ঝামেলা করতে দেখা গিয়েছিল যা নিয়ে ধোনি ভক্তরা এই অলরাউন্ডারের ওপর অসন্তুষ্ট হন।

jadeja dhoni

এশিয়া কাপে জাদেজার গুরুত্ব:
তবে তাদের মন্তব্য নিয়ে বিশেষ মাথা ঘামাতে রাজি নন কেউই। জাদেজাকে ছাড়া ভারতীয় দল এশিয়া কাপ এবং বিশ্বকাপে নামার কথা ভাবতেই পারেন না। তিনি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, ৩ বিভাগেই একজন ম্যাচ উইনার। তাকে ছাড়া আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারতীয় দলের কথা কল্পনাও করা যায় না।

আরও পড়ুন: এশিয়া কাপে হলো না সুযোগ! BCCI-এর বঞ্চনার কারণে এবার চরম সিদ্ধান্ত নেবেন এই ৩ ভারতীয়

এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর