কিছুক্ষণেই দামাল বৃষ্টি! ভয়ঙ্কর অবস্থা হবে এই ৬ জেলায়, সাবধান করে দিল আবহাওয়ার অফিস

বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় মেঘলা আকাশ। ওদিকে মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলা। আজও একই চিত্র। আপাতত শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ জারি থাকছে প্রকৃতির খেল।

বর্ষা পেরোলেও নিম্নচাপের জেরে সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে। একদিকে সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ ও তার পার্শ্ববর্তী এলাকায়৷ এটি মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে নিজস্ব জায়গার থেকে উত্তর দিক দিয়ে বিস্তৃত রয়েছে৷ বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার চাপে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও তিন দিন ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

heavy storms and rains are coming in the night

উত্তরবঙ্গে আগামী ২৬ তারিখ পর্যন্ত কমলা সতর্কতা রয়েছে। বেলা গড়াতে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: চন্দ্রযান ৩ অভিযানে বড় অবদান! জানুন, বাংলার এই ৯ ছেলের উত্থানের ইতিহাস

কলকাতাতেও আজ আকাশ সকাল থেকেই মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমবে। এই সপ্তাহের শেষ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তিলোত্তমায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।

আরও পড়ুন: নেশা, র‌্যাগিং শেষ নয়, যাদবপুরে তোলাবাজি! কত করে নেওয়া হত নতুনদের থেকে? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ ভারী বৃষ্টিতে তোলপাড় হবে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি থাকছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে তুমুল বৃষ্টির সতর্কতা।

আগামীকাল শুক্রবার ২৫ অগাস্ট ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর