বাংলা হান্ট ডেস্কঃ ফের বাজি কারখানায় বিস্ফোরণ। এগরার (Egra) পর উত্তর ২৪ পরগনা (North 24 parganas)। জানা যাচ্ছে, রবিবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে (Dattapukur) বাজি কারখানায় বিস্ফোরণ (Blast Fire cracker factory) ঘটে। এখনও মৃত্যুর বিষয়ে নিশ্চিত না হলেও বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দত্তপুকুরের ওই বাজি কারখানা সম্পূর্ণ অবৈধ ভাবে চলছিল বলেও খবর। ওদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্পূর্ণ বেআইনি ভাবে কারখানাটি চলছিল। বার বার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ তাঁদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই স্থানীয়রা তাঁদের কাছে ক্ষোভপ্রকাশ করতে থাকেন। ঘিরে ধরে চলতে থাকে স্লোগান।
আরও পড়ুন: যাদবপুর আবহে এবার মমতা-অভিষেকের বড় পরিকল্পনা! কী হতে চলেছে হাইভোল্টেজ ২৮ আগস্ট?
স্থানীয়দের অভিযোগ, বহুদিন থেকেই সম্পূর্ণ বেআইনি ভাবে এই বাজি কারখানাটি চলছিল। এই নিয়ে একাধিকবার প্রশাসনকেও জানানো হয়। তবে কোনও সুরাহা হয়নি। এরপর এদিন বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই স্থানীয়রা তাদের দেখে ক্ষোভে ফেটে পড়ে। পুলিশদের ঘিরে স্লোগান চলতে থাকে।
আরও পড়ুন: মহিলা মৃত্যুর জন্য চিকিৎসককে হেনস্থা! ঘটনা শুনেই মৃতার পরিবারের বিরুদ্ধে ‘বড়’ ব্যবস্থা নিল হাইকোর্ট
প্রসঙ্গত, গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার কিছুদিনের মাথায় বজবজেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসবের রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনায় ভয়ে কাঁটা রাজ্যের মানুষ।