বাংলা হান্ট ডেস্কঃ আজ ২৮ অগস্ট তৃণমূলের (Trinamool Congress Rally) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। দীর্ঘদিন পর অভিষেক বিদেশ থেকে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন। বিদেশ বিভুঁই বাংলায় ফেরার পর এই তার প্রথম সভা। স্বাভাবিক ভাবেই সকলের নজর ছিল আজকের সভায় তৃণমূল সেকেন্ড ইন কমান্ড কী বক্তৃতা রাখে তার ওপর।
আর এদিন মঞ্চে উঠেই রীতিমতো গর্জে উঠলেন তৃণমূল সাংসদ। মঞ্চ থেকে বিরোধীদের একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিছুদিন আগে চিকিৎসার স্বার্থে যখন তিনি আমেরিকায় গিয়েছিলেন তখন বিরোধীদের একাংশের দাবি ছিল, অভিষেক নাকি দেশ ছেড়ে পালিয়েছেন। আর দেশে ফিরবেন না।
যদিও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়েই বিদেশ পাড়ি দিয়েছিলেন নেতা। তারপরও বিরোধীদের এই রটনার এবার কড়ার থেকেও কড়া ভাষায় জবাব দিলেন অভিষেক। এদিন বিরোধীদের পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, “আমার পদবী মোদি, চোকসি বা মালিয়া নয়। আমার পদবী বন্দ্যোপাধ্যায়। মাথা তুলে লড়াই করতে জানি।”
আরও পড়ুন: মাদক নিয়ে ঢুকলেই পড়বে ধরা! এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নয়া যন্ত্র, জানুন কিভাবে করবে কাজ
অন্যদিকে অভিষেক দেশে ফিরতেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সদ্য ইডির প্রেস রিলিসে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। বেশ কিছু জায়গার পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রর সংস্থাতেও সম্প্রতি তল্লাশি চালায় ইডি। সেখানে তল্লাশি চলাকালীন একটি কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করা হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে ইডিকে তুলোধোনা করলেন নেতা।
আরও পড়ুন: INDIA-র জোট সঙ্গী তৃণমূল নয়, বিজেপির সঙ্গে বাসা বাঁধছে CPIM! বামেদের কীর্তি জানলে অবাক হবেন
এদিন অভিষেক বলেন, “আমি ফেরার পরই ইডি অতি তৎপর হয়েছে। অফিসে তল্লাশির সময় ১৬টি ফাইল ডাউনলোড করে দিয়ে এসেছে। ৭ দিন পর যদি সিবিআই আবার তল্লাশি চালাত, এই ফাইল উদ্ধার হত। তখন বলা হত, অভিষেকের অফিস থেকে কলেজের তালিকা উদ্ধার হয়েছে।” পাশাপাশি আসন্ন লোকসভা ভোটের আবহে ইন্ডিয়া জোটের প্রসঙ্গও উঠে আসে নেতার মুখে। স্লোগান তুলে মঞ্চ থেকে বলেন, ‘জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা।’