‘কিছু মানুষ অন্যের জীবন নিয়ে …” বাড়ি নিলামের নোটিশ নিয়ে নীরবতা ভাঙলেন সানি দেওল

বাংলা হান্ট ডেস্ক : একদিকে বক্স অফিসে তুলকালাম শুরু করেছে সানি দেওলের (Sunny Deol) নতুন ছবি ‘গদর ২’ (Gadar 2) অন্যদিকে বাড়ি নিলাম নিয়ে চলছে ধুন্ধুমার কাণ্ড। আসলে ‘গদর ২’ সফল হওয়ার পর থেকেই মিডিয়া লাইমলাইটে রয়েছেন ধর্মেন্দ্র পুত্র। কর্মজীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনেও উঁকি দিচ্ছে সাধারণ মানুষ। আর এই বিষয়টা নাকি একেবারেই না পসন্দ তারা সিং-র।

মাসের শেষে এসে ছবির বক্স অফিসে আয়ের অঙ্ক ৫০০ কোটি ছুঁইছুঁই। দীর্ঘ দিন বক্স অফিসে খরার পরে এমন সাফল্যের স্বাদ পেয়েছেন ধর্মেন্দ্র-পুত্র। তার মধ্যেই সামনে এসেছে ধর্মেন্দ্রর জুহুর বাড়ি নিলামের খবর। সূত্রের খবর, অভিনেতার মাথায় নাকি ৫৫ কোটি টাকার ঋণের বোঝা। যা শোধ করতে না পারায় প্রায় ৫৬ কোটি টাকায় ‘সানি ভিলা’ নিলামে তোলার নোটিস জারি করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক।

আর এই খবরটিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে আবার শোনা যায়, ওই নোটিশ জারি করার ২৪ ঘন্টার মধ্যে তা উইথড্র করেছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। তবে বিষয়টি জলঘোলা হতেই মুখ খোলেন অভিনেতা। এমনকি ‘সানি ভিলা’ ও তার নিলাম নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকতে অনুরোধও করেন তিনি। তবে এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।

আরও পড়ুন : মা আসছেন, তার আগেই মহালয়া নিয়ে বড় ঘোষণা কোয়েল মল্লিকের

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি এতদিন কিছু বলিনি কারণ আমি জানি কী সমস্যা, সেটার সমাধান করছিলাম। কিন্তু নিজের বাড়ির বিক্রির খবর সংবাদমাধ্যমে দেখি ভীষণ কষ্ট হয়। আমি বুঝতে পারছি না এতে আখেরে তাদের লাভটা কোথায়? যদি কোনও কিছু খারাপ হয়ে থাকে সেটা আমার হয়েছে।’’

আরও পড়ুন : গ্যাসের দাম কমতেই আগুন জ্বালানি তেলে! বাংলার এই ১০ জেলায় পেট্রল ডিজেলের দাম উর্দ্ধমুখী

ap 7 1692512080

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রযোজনার কাজে হাত লাগাতে গিয়েই নাকি এই অবস্থা হয়েছে। সানির কথায়, ‘‘অনেক বছর আগে আমি যখন প্রযোজনা শুরু করি, তখন বিনোদনের ব্যবসাটা অন্য রকম ছিল। আমরা যাদের সঙ্গে ব্যবসা করেছি, তারা সবাই আমাদের চেনা-পরিচিতের গণ্ডির মধ্যে। এখন ব্যবসাটা অনেক বেশি জটিল।’’ তারা সিং-র স্পষ্ট জবাব, ‘‘যখন তুমি ব্যবসা করছ, সেটা সফল না হলেও তোমার সম্পত্তি থাকলে সেটা দিয়ে ধার বাকি মেটানোর চেষ্টা করবে তাই না। এই ভাবে কাজ হয়।’’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর