বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে যাবতীয় আশঙ্কার অবসান ঘটিয়ে সুস্থভাবে জন্ম নিলো ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chhetri) সন্তান। বেঙ্গালুরুর এক নার্সিংহোমে জন্ম হয়েছে তার। পুত্র সন্তানের পিতা হয়েছেন সুনীল ছেত্রী। জানা গিয়েছে যে মা এবং সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
বুধবার সকাল ১১ টা বেজে ১১ মিনিটে এই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনাম। অন্যান্য সেলিব্রেটিদের ক্ষেত্রে যা হয় সুনীল সেই রাস্তায় হাঁটেননি। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ভক্তদের এই জাতীয় কোন আপডেট নিজের দেননি। এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি করে জানা যাচ্ছে যে পিতা হয়েছেন সুনীল?
শোনা যাচ্ছে এই খবরটি প্রকাশ্যে এনেছেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য্যের ছেলে অর্থাৎ সুনীল ছেত্রীর শ্যালক সাহেব ভট্টাচার্য্য। নিজের বোন এবং ভগ্নীপতির জীবনে নতুন অতিথি আসার কথা তিনি জানিয়েছেন একটি বিখ্যাত সংবাদ মাধ্যমের কাছে। এমনটা দাবি করেছে ওই সংবাদ মাধ্যম। যদিও পুত্র সন্তানের নাম কি রাখা হবে সেই সংক্রান্ত কোনও আপডেট শেয়ার করেননি তিনি। বিস্তারিত তথ্য সামনে আনা হবে খুব শীঘ্রই।
এই মুহূর্তে ভারতীয় ফুটবল দল ব্যস্ত রয়েছে কিংস কাপের প্রস্তুতিতে। কিন্তু সন্তানের জন্মগ্রহণের সময় সোনামের পাশে থাকতে চান বলে সুনীল ছেত্রী সেই শিবিরে যোগদান করেননি। তাকে ছাড়াই দল ঘোষণা করেছিলেন ভারতের বর্তমান ফুটবল কোচ ঈগর স্টিম্যাক।
ইন্টার কন্টিনেন্টাল কাপে গোল করে সুনীল ছেত্রী গোটা বিশ্বের সামনে নিজের স্ত্রীয়ের প্রতি স্নেহ চুম্বন ছুড়ে দেওয়ার পর একটি বিশেষ কায়দায় বুঝিয়ে দিয়েছিলেন যে তারা খুব শীঘ্রই সন্তান লাভ করতে চলেছেন। কিছুদিন আগে সোনাম ডেঙ্গু আক্রান্ত হওয়ায় তাকে নিয়ে চিন্তা বেড়েছিল। কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর তিনি সুস্থ আছেন শুনে এখন স্বস্তি পাচ্ছেন সকলে।