বাংলা হান্ট ডেস্কঃ আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান (Pakistan) থেকে এক ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। যেখানে একটি বিয়ের (Marriage) অনুষ্ঠানে একদল মানুষকে হিংসাত্মক ঝগড়া করতে দেখা যাচ্ছে। ভিডিওতে একে অপরের উপর চেয়ার ছুঁড়তে দেখা যাচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হচ্ছে। ছয় মিনিটের ভিডিওতে, একজন ব্যক্তি তার বিরিয়ানিতে পর্যাপ্ত মাটন পাননি, যার ফলে হট্টগোল শুরু হয় এবং সেখান থেকে বাকবিতণ্ডার পর হাতাহাতি অবধি হয়। এরপর সেখানে উপস্থিত আমন্ত্রিতরা একে অপরের দিকে চেয়ার ছোঁড়ে। ভিডিওটি শুরু হয় বিয়ের টেবিলের চারপাশে বসে খাবার উপভোগ করার মধ্য দিয়ে।
ভিডিওতে দেখা যাচ্ছে যে, সাদা তাঁবু দিয়ে তৈরি একটি প্যান্ডেলে পুরুষ এবং মহিলাদের মধ্যে বসার ব্যবস্থা আলাদা করা আছে। ভিডিওতে নাটকীয় মোড়টি তখন আসে, যখন একজন লোক টেবিলের কাছে আসে এবং রেগে গেস্টের টুপি ছুঁড়ে ফেলে এবং তারপরে তার গালে চড় মেরে দেয়।
এরপরই খাবার খেতে থাকা মানুষেরা হিংস্র হয়ে ওঠে এবং তারা একে অপরকে চেয়ার দিয়ে মারতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আরও লোক লড়াইয়ে যোগ দেয়। কিছু মহিলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল, কিন্তু আক্রমণকারীরা শান্ত না হওয়ায় তাদের সমস্ত প্রচেষ্টা বৃথা যায়। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Kalesh during marriage ceremony in pakistan over mamu didn’t got Mutton pieces in biriyani pic.twitter.com/mYrIMbIVVx
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 29, 2023
যদিও কেন মারামারি হয়েছিল তার কোনও স্পষ্ট কারণ নেই, ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে যে, মামু তার বিরিয়ানিতে পর্যাপ্ত মাটনের টুকরো না পেয়ে ঝামেলা শুরু করে দেয়। বোল্টনের রিজেন্ট হলে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ভিডিওটির কোণায় দেখা যায় যে বিষয়টি ২৪ আগস্ট, ২০২৩ রাত ৮:২০ টার দিকে। ভিডিও ক্লিপটি ৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে, প্রায় ৩ হাজার লাইক এবং বেশ কয়েকটি মন্তব্য পেয়েছে।