ডিগবাজির পর এবার মদ্যপ অবস্থায় যা করলেন তৃণমূলের বাইরন… তুলকালাম কাণ্ড বাধাল বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস থেকে জয়লাভ করেই ডিগবাজি। মুর্শিদাবাদের সাগরদিঘীর কংগ্রেসের টিকিটে জয়ী বিধায়ক বাইরন বিশ্বাস (Byron Biswas) বেশ কিছুদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে (Trinamool Congress) যোগদান করে রাজ্য-রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছেন।

কং বিধায়কের এহেন কাণ্ডে সারা রাজ্যজুড়ে আলোচনা সমালোচনায় মুখর সকলে। এরই মধ্যে নতুন করে আবারও বাইরন বিশ্বাসকে নিয়ে নদীয়ার শান্তিপুরে জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ বিজেপির (BJP)। সেই নিয়েই তুঙ্গে শোরগোল।

কী অভিযোগ? বিক্ষোভকারীদের দাবি গতকাল শান্তিপুরে, গোবিন্দপুর বাইপাস মোড়ে একটি বারে মধ্যরাত্রি এসে তিনি তার সহকর্মী নিরাপত্তা রক্ষীরা মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করে অন্যান্য খরিদ্দারদের সাথে। শাসকদল তৃণমূলের প্রভাব খাটিয়ে তিনি, তাদের হুমকিও দেন। একজন বিধায়কের এ ধরনের আচরণে, ক্ষুব্ধ হয়েই বিজেপি নেতৃত্ব পথ অবরোধ করেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: নো ‘কুস্তি’, অনলি দোস্তি! রাজ্যে রাজ্যে নিজেদের ‘ঝগড়া’ বন্ধ করতে যা সিদ্ধান্ত নিল INDIA জোট

এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ভারতীয় জনতা পার্টির কিষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার, অমিত বৈরাগী, চঞ্চল চক্রবর্তী সহ বিভিন্ন মন্ডল সভাপতি, এবং বিজেপির বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, আদিবাসী অধ্যুষিত এই এলাকায়, যেখানে ধর্মীয় পিঠস্থান অদ্বৈত আচার্যের মন্দির, একটি উচ্চ বিদ্যালয় এবং দুটি প্রাথমিক বিদ্যালয় সহ পঞ্চায়েত অফিস অবস্থিত, বাইপাসের অত্যন্ত ব্যস্ততম এই এলাকায় কিভাবে রাজ্য সরকার এই বারের অনুমতি দেয়! এই বিষয়ে শীঘ্রই তারা উচ্চ নেতৃত্বের সাথে আলোচনা করবেন বলেও জানিয়েছেন।

bayron

আরও পড়ুন: বিরাট অভিযোগ! এবার বিরোধী দলনেতার বিরুদ্ধে হাইকোর্টে গেল রাজ্য, কারণ জানলে অবাক হবেন

তাদের কথায়, শান্তিপুরের মতন একটি সংস্কৃতি প্রবণ এলাকায় যেখানে বহু প্রাচীন ইতিহাস এবং ধর্মীয় ভাবাবেগ রয়েছে , সেখানে তৃণমূলের ঢালাও মদের লাইসেন্স, এ ধরনের বার মূলত নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীকে ভুল পথে পরিচালিত করে অর্থ রোজগারের অসাধু পরিকল্পনা মাত্র। এ ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে তাদের আন্দোলন চলছে এবং আগামীতেও ঐক্যবদ্ধ আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর