আর মাত্র কয়েক মিনিট! রবিবারের আগেই রবি অভিযান আদিত্য L1’র, কাউন্টডাউন শুরু ISRO-র

বাংলাহান্ট ডেস্ক : অপেক্ষা আর কিছুক্ষণের। তারপরই ইসরোর যান পাড়ি দেবে সূর্যের উদ্দেশ্যে। ইসরোর (Indian Space Research Organisation) সূর্যযান আদিত্য L1 কে নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। পিএসএলভি-৫৭ রকেটের করে আজ বেলা ১১.৫০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতের প্রথম সৌরযান। সৌরযান লঞ্চের কাউন্টডাউন গতকাল থেকেই শুরু হয়ে গেছে।

টেলিভিশন ও মোবাইলের মাধ্যমে আগ্রহীরা বাড়ি থেকেই দেখতে পারবেন এই সূর্য অভিযান। আদিত্য-এল১ মিশনের সম্প্রচার শুরু হয়ে যাবে বেলা ১১ টা ২০ থেকে। ইসরো জানাচ্ছে অভিযানের প্রায় ৩০ মিনিট আগে থেকেই এই ঐতিহাসিক ক্ষণের সম্প্রচার শুরু করে দেবে তারা। আদিত্য-এল১ মিশনের উৎক্ষেপণের লাইভ সম্প্রচার আপনারা দেখতে পাবেন ইসরোর ইউটিউব পেজ, ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট, ইসরোর ফেসবুক পেজ, টিভিতে ডিডি ন্যাশনাল চ্যানেলে।

   

আরোও পড়ুন : আপনার মৃত্যু হলেও শরীরের একমাত্র এই অংশটিই সচল থাকবে ১০ বছর! অবাক লাগছে? দেখুন

এক নজরে কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

•আদিত্য এল১ লঞ্চ হতে চলেছে আজ বেলা ১১ঃ৫০ মিনিটে।

•ভারতের প্রথম এই সৌরযানটি পাড়ি দেবে

•পিএসএলভি-৫৭ রকেটে করে।

•এই সৌরযান নির্মাণ করা হয়েছে বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে।

•এই যানটি মূলত সূর্য বিষয়ক বিভিন্ন পরীক্ষা ও গবেষণা চালাবে।

•আদিত্য-এল১ মিশনের লাইভ টেলিকাস্ট আরম্ভ হবে বেলা ১১ঃ২০ থেকে।

•উৎক্ষেপণের পর এই স্যাটেলাইটটি বেশ কয়েকবার প্রদক্ষিণ করবে পৃথিবীকে। এরপর সেটি সূর্যের উদ্দেশ্যে পাড়ি জমাবে।

aditya l 1

•পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পাঠানো হচ্ছে আদিত্যকে।

•প্রায় ১২৫ দিন লাগবে আদিত্যর গন্তব্যে পৌঁছাতে। সূর্য সংক্রান্ত গবেষণা চালাতে আদিত্যর সময় লাগবে প্রায় পাঁচ বছর।

•ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স নির্মাণ করেছে স্যাটেলাইটের মূল পেলোডটি। এছাড়াও ভারতের সংস্থাই তৈরি করেছে বাকি ছ’টি পেলোড।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর