বাংলা হান্ট ডেস্ক: টালমাটাল আবহাওয়া। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হচ্ছে একের পর এক নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী এবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। কলকাতা জুড়ে চলছে বৃষ্টি। আপাতত বৃষ্টির দাপট বহাল থাকবে বলেই পূর্বাভাস। এমনকি বিকেলেও ঝড়-বৃষ্টির আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর মৌসম ভবন।
হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। সেটা উত্তরবঙ্গের দিকে রয়েছে। ওদিকে উত্তর বঙ্গোপসাগর আগামীকাল একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা মঙ্গলবার নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা। হাওয়া অফিসের খবর অনুযায়ী মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আজ তা সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোবে।
এই সবের জেরে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণে। এই বৃষ্টি আগামী মঙ্গলবার অবধি অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ ও আগামীকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: ৭ দিনের মধ্যে ভাতা ফেরত দিন, নয়তো…! ৭০০জন দুঃস্থ মহিলার হাতে এল সরকারি নোটিস
এছাড়াও কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের হুগলী, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই আগামী দুদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন: ‘অত্যন্ত চিন্তার বিষয়…!’, পর্ষদের উত্তর শুনে ‘থ’ বিচারপতি বসু, তোলপাড় হাইকোর্ট
অন্যদিকে আগামীকাল থেকে আরও কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।