ঈশানের ব্যাটে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ফিরলো ভারত! যোগ্য সঙ্গত দিলেন হার্দিক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শুরুতে পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যে ভারতীয় দল ৩০ ওভারও ব্যাটিং করতে পারবে না। একের পর এক তারকা ক্রিকেটের ড্রেসিংরুমে ফিরছিলেন পাকিস্তানের দুর্দান্ত পেস বোলিং আক্রমণের শিকার হয়। এমন পরিস্থিতিতে ফর্মে থাকা ঈশান কিষাণ (Ishan Kishan) মাঠে নামলেন এবং ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাথমিক বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে হার্দিক পান্ডিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দলকে নিয়ে এলেন লড়াই করার মত জায়গায়।

গত বছরের শেষ দিকে দ্বিশতরান করার পরেও তাকে ড্রেসিংরুমে বসে থাকতে হয়েছিল পরের ম্যাচগুলোতে। আর গত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও এশিয়া কাপে তাকে একজন ওপেনার হিসেবে ব্যবহার করছে না ভারতীয় দল।

কিন্তু তা সত্ত্বেও ঈশান কিষাণ যেখানে সুযোগ পেলেন সেখানেই নিজের যোগ্যতার প্রমাণ দিলেন। তার স্বল্প দৈর্ঘ্যের ওডিআই কেরিয়ারে তিনি মূলত ওপেনার হিসেবেই এতদিন সাফল্য পেয়েছিলেন। কিন্তু এদিন তাকে ব্যাট করতে পাঠানো হলো ৫ নম্বরে। মাত্র ১৫ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলা ভারতীয় দলকে তিনি ভরসা দিলেন অসাধারণ অর্ধশতরান করে।

big ishan

আরও পড়ুন: ফের ব্যর্থ শুভমান গিল! আবার উঠলো তার বদলে যশস্বীকে ভারতীয় দলে নেওয়ার দাবি

তার বদলে ভারতীয় দল আজকে শুভমান গিলের ওপর আস্থা রেখেছিলেন ওপেনিংয়ের ক্ষেত্রে। দীর্ঘক্ষণ উইকেটে সময় কাটানোর পরেও তিনি হ্যারিস রাউফের পেসের সামনে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছেন। বিশ্বকাপের দলে তারার জায়গা পাওয়া উচিত কিনা সেই নিয়ে অনেকে প্রশ্ন তুলে দিচ্ছেন। অপরদিকে সেই একই বোলারের বিরুদ্ধে মারাত্মক আগ্রাসী ব্যাটিং করেছেন ঈশান।

আরও পড়ুন: বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে ব্যর্থতার চিত্র বদলালো না! সহজেই রোহিত, কোহলিকে ফেরালেন আফ্রিদি

এই দিন ৫৪ বলে ছয়টি চার এবং একটি ছক্কা সহযোগে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন ঈশান। উল্টো দিক থেকে ধীর-স্থির ব্যাটিং করে তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। ভালো বোলিং আক্রমণের বিরুদ্ধে তার এই ইনিংস টি ভবিষ্যতে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তাকে নিয়ে বাড়তি ভাবনার খোরাক দেবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর