বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সভা করেন ধূপগুড়ির ফণীর মাঠে। আগামী ৫ই সেপ্টেম্বর উপনির্বাচন হবে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে। সেই কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা থেকে অভিষেক একাধিক প্রতিশ্রুতি দিলেন ধূপগুড়ির জনগণের উদ্দেশ্যে।
জনসভা থেকে ধূপগুড়িতে (Dhupguri) নতুন হাসপাতাল তৈরির কথা বলেন অভিষেক (Abhishek Banerjee)। এছাড়াও অভিষেক বলেন আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে আলাদা মহকুমা হবে ধূপগুড়ি। একই সাথে শনিবারের সভা থেকে অভিষেক সদ্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী তৃণমূল প্রধান-উপপ্রধানদের হুঁশিয়ারিও দেন।
আরোও পড়ুন : ‘আমি তোকে কিডনি দান করব,’….রাখিতে ব্যতিক্রমী উপহার দিয়েই দাদাকে বাঁচাল বোন
অভিষেক আজ বলেছেন, “পঞ্চায়েত প্রধান-উপ প্রধানরা ভাববেন না যে পাঁচ বছর যা ইচ্ছা তাই করবেন। আমি কাজের পর্যালোচনা করব প্রতি তিন মাস অন্তর। কাজের খবর নেব। যদি কেউ ভালো কাজ করেন তাহলে তার মেয়াদ বৃদ্ধি করা হবে। কিন্তু খারাপ কাজ করলে বা মানুষের সাথে খারাপ ব্যবহার করলে তাকে বহিষ্কৃত করা হবে। ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনিক স্তর থেকে।”
আরোও পড়ুন : সেপ্টেম্বরে এত্তদিন ছুটি! স্কুল, কলেজের পড়ুয়াদের জন্য প্রকাশ্যে এল তালিকা
ধূপগুড়ির সভা মঞ্চ থেকে আজ অভিষেক পঞ্চায়েত প্রধান-উপপ্রধানদের উদ্দেশ্য করে বলেন, যদি তারা কাজ না করেন তাহলে তাদের সরিয়ে দেওয়া হবে। আজকের সভা থেকে অভিষেক বলেছেন নতুন পদ্ধতিতে পঞ্চায়েত প্রধান- উপ প্রধানদের কাজের বিশ্লেষণ করা হবে। অভিষেক বলেন এই পদ্ধতি গোটা রাজ্যেই মানা হবে।
অভিষেক জানান, “আগেও আমি বলেছিলাম, এখন আবার বললাম। ধূপগুড়ির মাটি থেকে পঞ্চায়েত প্রধান-উপ প্রধানদের কাজের পর্যালোচনা শুরু হবে আগামী দু মাসের মধ্যে। ধূপগুড়িতে যে কটা পঞ্চায়েত রয়েছে তাদের প্রধান-উপপ্রধানদের কাজের পর্যালোচনা হবে তিন মাসের। মানুষকে পরিষেবা দিলে পদে থাকবেন। বড় নেতার ছত্রছায়ায় থাকলেই বাঁচা যাবে না। তারাই পদে থাকবে যাদের মানুষ সার্টিফিকেট দেবেন।”
ধূপগুড়ির সভামঞ্চ থেকে আজ অভিষেক বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগও তোলেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিধায়কের অভিযোগ, “বিজেপি টাকা বিলি করছে আমি জানতে পেরেছি। মানুষকে বলব টাকা দিলে নিয়ে নিন। আপনাদেরই টাকা ওটা। বিজেপি লোকসভা বা বিধানসভায় ধূপগুড়ি মহাকুমার কথা তোলেনি।”