বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) আজ চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan)। শ্রীলঙ্কার ক্যান্ডিতে বার বার বৃষ্টির কারণে বিঘ্নিত হওয়া ম্যাচে ভারতীয় টপ অর্ডারকে আরও একবার লজ্জার মুখে ফেলে পাকিস্তানের বোলিং আক্রমণ। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল-রা অল্পে ড্রেসিংরুমে ফেরার পর রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন ভারতীয় সমর্থকরা।
কিন্তু এরপর ভারতীয় দলকে বিপদ থেকে টেনে তোলেন ঈশান কিষাণ (৮২)। পাল্টা আক্রমণ শুরু করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। ফলস্বরূপ পাকিস্তানের স্পিনারদের ওপর চাপ বেড়ে যায়। আর এই সুযোগটা নিয়ে ভারতীয় ইনিংসের ভিত ধীরে ধীরে গড়ে তোলার কাজ করেন হার্দিক পান্ডিয়া।
এরপর ১৪২ বলে ১৩৮ রানের একটা পার্টনারশিপ হয় তাদের। মূলত তাদের ইনিংসের কারণেই ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় ভারত। পাকিস্তানের স্পিনারদের নিঃশ্বাস ফেলার সুযোগ দেননি তারা। পাল্টা আক্রমণের কারণে বাবর আজম পার্ট-টাইমারদের কাজে লাগানোর চেষ্টা করেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি।
এর মাঝেই একটা মজার ব্যাপার দেখা যায়। তখন হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষাণ মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। পাকিস্তানকে চাপে ফেলতে দুজনেই চেষ্টা করছিলেন আগ্রাসী ব্যাটিং করার। এই সময় পালিক্কেল স্টেডিয়ামের ডিজে ‘রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম’ গানটি সেট করেন। তারপরেই ম্যাজিকের মত ভারতীয় সমর্থকদের মেজাজ বদলে যায়।
The Land of Ravana is playing Ram Siya Ram every time the Land of Rama hits a boundary against Pakistan. Unthinkable on an Indian cricket ground.pic.twitter.com/6LGEvzbF4Q
— THE SKIN DOCTOR (@theskindoctor13) September 2, 2023
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা! লজ্জার রেকর্ড গড়লেন রোহিত, কোহলিরা
গানের সঙ্গে তারাও তাল মেলান। আর তারপরেই আচমকা ছন্দে ফেরে ভারত। সেই সময় মাঝের ওভারগুলিতে দুর্দান্ত ব্যাটিং করেন হার্দিক এবং ঈশান। ধর্মানুরাগীরা মনে করছেন যে রাম নামের মহিমাতেই বিপদ কেটে গিয়ে লড়াই করার মতন জায়গায় পৌঁছতে পেরেছে ‘মেন ইন ব্লুজ’।