পেসার ও ব্যাটারদের অসাধারণ পারফরম্যান্সে ভর করে এশিয়া কাপে জয়ে ফিরলো বাংলাদেশ

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যান্ডিতে প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ (Bangladesh Cricket Team) দলকে নিয়ে প্রশ্ন ওঠে গিয়েছিল। অনেকেই ভাবছিলেন গত বছর যেভাবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে যেভাবে গ্রূপ পর্বেই বিদায় নিতে হয়েছিল, তেমনই হয়তো এবার ওডিআই ফরম্যাটের এশিয়া কাপেও হতে চলেছে। কিন্তু আপাতত সেই সব আশঙ্কাকে ধামাচাপা দিয়ে লড়াইয়ে টিকে রইলো বাংলাদেশ।

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে মেহেদী মিরাজ হাসান (১১২) ও নাজমুল শান্ত-র (১০৪) শতরান এবং তাস্কিন আহমেদ (৪/৪৪) ও শোরিফুল ইসলামের (৩/৩৬) দুর্দান্ত ফাস্ট বোলিংয়ে ভর করে রশিদ খানদের ৮৯ রানের ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেলো বাংলাদেশ।

 

X