বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নদীয়ার বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে যাদবপুরে মৃত ছাত্রের নামে। নিহত ছাত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরকার এই সিদ্ধান্ত নিল। আজ নিহত ছাত্রের বাবা ও মা নবান্নে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে এসে তাঁরা একথা জানান।
জানা গিয়েছে, একই সাথে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন নিহত ছাত্রের মাকে ওই হাসপাতালে চাকরি দেওয়ার। একই সাথে নিহত ছাত্রের ছোট ভাইয়ের পড়াশোনার দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে নিহত ছাত্রের মা স্বপ্না কুন্ডু বলেছেন, “খুব ভালো দিদি। উনি আশ্বাস দিয়েছেন সব রকম সাহায্যের ”
আরোও পড়ুন : ‘১৬টি ফাইল তদন্তে …” লিপ্স অ্যান্ড বাউন্ডস্ মামলায় নয়া মোড়! হাইকোর্টে জবাব দিল ED
উল্লেখ্য, নদীয়ার (Nadia) এই বাসিন্দা যাদবপুর হোস্টেলের মেইন বিল্ডিং থেকে পড়ে গিয়ে নিহত হন গত ৯ আগস্ট। ছাত্রের মৃত্যুর পিছনে উঠতে থাকে ব়্যাগিংয়ের যোগ। এরপর মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন নিহত ছাত্রের বাবাকে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আশ্বাস দেন ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির।
আরোও পড়ুন : লোকনাথ বাবার ছবির পিছনে রয়েছে বড় রহস্য! জেনে নিন সেই কাহিনী
ছাত্র মৃত্যুর পর ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন ছাত্রও ছিলেন। যদিও এখনো অব্দি পরিস্কার নয় এই ছাত্রের মৃত্যু কীভাবে হল। যাদবপুরের এই ছাত্রের মৃত্যুর পর উত্তাল হয় রাজ্য-রাজনীতি। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন নিহত ছাত্রের পরিবারের সাথে।
সূত্রের খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রী ফের একবার ফোন করেছিলেন নিহত ছাত্রের পরিবারকে। মুখ্যমন্ত্রী জানতে চান কোনও রকম সাহায্যের দরকার রয়েছে কিনা তাঁদের। নিহত ছাত্রের পরিবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কথা জানান। এরপর মুখ্যমন্ত্রী নিহত ছাত্রের পরিবারকে নবান্নে ডাকেন।