বুমরার মতোই ঘাতক বোলার পেয়েছিল BCCI! কিন্তু জায়গা হলো না বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সম্প্রতি বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তারা এই দলে এমন কিছু ক্রিকেটারদেরও সুযোগ দিয়েছেন যাদের ওডিআই ফরম্যাটে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তাছাড়া এই দলে খুব বড় কোনও চমক নেই। এমন কোনও ক্রিকেটারকে সুযোগ দেয়নি অযথা আধার কার্ডের নেতৃত্বাধীন নির্বাচক মন্ডলী, যার কথা আগে ভাবাই হয়নি।

দলের বোলিংয়ে সমস্যা:
ভারতীয় দলের সাম্প্রতিক ওডিআই ফর্ম খুব একটা ভালো নয়। এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ম্যাচে দেখা গিয়েছে যে খাতায়-কলমে অনেক দুর্বল দল হলেও ভারতীয় বোলিংয়ের সামনে নেপাল বেশ বুক চিতিয়েই লড়াই করেছে। ডেথ ওভারগুলিতে হার্দিক পান্ডিয়া বা মহম্মদ সিরাজের বোলিং একেবারেই সাদামাটা ছিল। মহম্মদ শামি এখনও পুরোপুরি পরীক্ষিত নন কারণ তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক ওডিআই সিরিজটি খেলেননি।

siraj shami team india

বুমরাই ভরসা:
নিজের পুত্র সন্তানের জন্মের কারণে নেপালের বিরুদ্ধে ম্যাচটিতে ছিলেন না বুমরা। তবে তিনি এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে দলে ফেরত আসবেন। ডেথ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে ভারতীয় দলকে তার ওপর অনেকটাই নির্ভর করতে হয়। কিন্তু যদি টুর্নামেন্টের মাঝপথে বা বিশ্বকাপ চলাকালীন তিনি কোন কারনে ফের চোটগ্রস্ত হন তাহলে তার পরিবর্তে কে হবে?

আরও পড়ুন: BCCI-এর একটা ভুল সিদ্ধান্তে প্রশ্নের মুখে ভারতের বিশ্বকাপ অভিযান! চাপের মুখে রোহিত, দ্রাবিড়

বুমরার বিকল্পকে অগ্রাহ্য:
ডেথ ওভারে একজন ফাস্ট বোলারের প্রধান অস্ত্র হলো ইয়র্কার। এই মুহূর্তে গোটা বিশ্বে খুব কমই এমন বোলার রয়েছেন যারা বুমরার মতো ধারাবাহিকভাবে এই ডেলিভারিটি করে যেতে পারেন। অর্শদীপ সিং-কে একসময় বুমরার ব্যাকআপ বানানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ডেথ ওভারে তার পরিসংখ্যান শোচনীয়। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ সফরে উত্থান ঘটেছিল মুকেশ কুমারের যাকে দেখে মনে হয়েছিল তিনি এই কাজটি করতে পারেন। কিন্তু তার নাম বিশ্বকাপের জন্য আলোচনাতেই আসেনি।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে বড় সুখবর পেলো BCCI! অবসর নিচ্ছেন ভারতকে কাঁদানো এই তারকা ক্রিকেটার

মুকেশ কুমারের ক্ষমতা:
ওয়েস্ট ইন্ডিজ সফরে হার্দিক পান্ডিয়া তাকে মূলত একজন ডেথ ওভার বোলার হিসেবেই ব্যবহার করেছেন শেষ দিকে। কিন্তু সেই ভূমিকাতেও খুব একটা খারাপ পারফরম‍্যান্স করেননি তিনি। সেই সঙ্গে এটাও দেখা গিয়েছে যে তার হাতে রয়েছে নিখুঁত ইয়র্কার ডেলিভারি করার ক্ষমতা। দলের প্রয়োজনে বুমরার বিকল্প হয়ে ওঠার ক্ষমতা ছিল তার। কিন্তু আপাতত তার ভারতীয় দলের সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর