বাংলা হান্ট ডেস্ক : নেপোটিজমে ভরা বলিউডে (Bollywood) নিজের এক দুনিয়া তৈরি করেছে ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। দিল্লির এক ছাপোষা পরিবারের ছেলে থেকে বিশ্বের সেরা তারকাদের একজন হয়ে ওঠার সফরটা এত সহজ ছিলনা। ধন সম্পদ থেকে শুরু করে সম্মান প্রতিপত্তি আজ কী নেই তার কাছে? তবুও একটা যন্ত্রণা তাকে আজও কুরে কুরে খাও।
আর সেই যন্ত্রণা হল নিজের বাবা মাকে হারানোর যন্ত্রণা। সাল ১৯৮১ তে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন শাহরুখের বাবা মীর তাজ মহম্মদ খান (Meer Taj Mohammed Khan)। তার ১০ বছরের মাথায় মা-কেও হারান তিনি। ছেলের এই নাম যশ খ্যাতি কিছুই দেখে যেতে পারেননি কিং খানের বাবা ও মা। আর সেই কষ্ট তিনি আজও বয়ে বেড়াচ্ছেন।
তবে জানেন কি পৃথিবীতে না থাকলেও শাহরুখ তার বাবা মা কে সবসময়ই কাছে নিয়ে ঘোরেন। ২০১৬ সালে ‘রইস’ (Raees) রিলিজের সময় শাহরুখ প্রথমবার এই বিষয়ে কথা বলেছিলেন। এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, ‘রইস’এ তিনি একটি বিশেষ লকেট পরেছেন। সেটার নেপথ্য রহস্য কী? তখনই বিষয়টি খোলসা করেন অভিনেতা।
আরও পড়ুন : ‘ইন্ডিয়া নয় ভারত’, বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ টুইট অমিতাভ বচ্চনের
সঞ্চালকের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাহরুখ বলেন, ‘আমি কোনও জিনিসের প্রতি সাধারণত অ্যাটাচড হই না। কিন্তু একবার এক জন্মদিনে আমি এই লকেটটা বানিয়েছিলাম। এটা একটা আশীর্বাদ, যা আমার মা-বাবা আমার জন্য করতো। এই লকেটে আমার মা-বাবার ছবিও রয়েছে’। এরপরেই গলার সেই লকেট খুলে মা-বাবার ছবি দেখান ‘কিং খান’।
আরও পড়ুন : অচেনা নম্বরের ফোন ধরতেই চরম বিপাকে শ্রীলেখা মিত্র! ঘটনা জেনে শিউরে উঠবেন
শাহরুখ আরও বলেন, রইস-এর নির্মাতারা তার লুক পারফেক্ট করার জন্য তার কস্টিউমে একটি তাবিজ যোগ করতে চেয়েছিলেন। এরপরে শাহরুখ নিজের লকেটের কথা ভাবেন, কারণ তার এই লকেটটি অনেকটাই তাবিজের মত দেখতে। যেই ভাবা সেই কাজ। নির্মাতাদের এটি দেখাতে তাদেরও এটি বেশ পছন্দ হয়ে যায় । ঠিক হয় সিনেমাতে এই লকেটটিই পরবেন তিনি। এরপরেই ‘রইস’এ এই বিশেষ লকেট পরেন বলিউড বাদশা শাহরুখ।