বাংলাহান্ট ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু ত্যাগ করলেন বিজেপি (Bharatiya Janata Party)। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে চন্দ্র বসু জানিয়েছেন, যে সময় তিনি বিজেপিতে যোগদান করেছিলেন সেই সময় তিনি ভেবেছিলেন দল নেতাজির স্বপ্ন পূরণ করবে। কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরও সেই রকম কিছু ঘটেনি।
চন্দ্র বসু তার ইস্তফা পত্রে বুধবার লিখেছেন, “নরেন্দ্র মোদির দিকে তাকিয়ে বিজেপিতে যোগদান করেছিলাম। বোসদের মধ্যে যে সবাইকে নিয়ে চলার আদর্শ ছিল, সেটা বিজেপিতে এসে যুক্ত করার চেষ্টা করেছিলাম। এমনকি নেতাজির আদর্শে বিজেপিতে আজাদ হিন্দ মোর্চা গঠনেরও কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত সেসব কিছুই হয়নি।”
আরোও পড়ুন : ৪৫ মহিলাকে এইভাবে ধর্ষণ, নৃশংস কাণ্ড স্কুল শিক্ষকের! শেষমেশ পড়ল ধরা, এবার ঠাঁই হল গারদে
উল্লেখ্য চন্দ্র বসু ২০১৬ সালে যোগদান করেন বিজেপিতে। এরপর গেরুয়া শিবিরের হয়ে তিনি দুবার নির্বাচনে লড়াইও করেন। শুধু তাই নয়, চন্দ্র বসুর অভিযোগ, কেন্দ্র বা রাজ্য কোনও জায়গাতেই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। তার দলের বিষয় অনেক উন্নতির পরিকল্পনা থাকলেও সেই বিষয়ে কর্ণপাত করা হয়নি।
আরোও পড়ুন : ইন্ডিয়া নাকি ভারত! স্পষ্ট হল অভিষেকের মত, দেশের নাম বদল নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ
প্রসঙ্গত কিছুদিন আগেও কেন্দ্রের সাথে মতবিরোধ তৈরি হয় চন্দ্র বসুর। কেন্দ্রীয় সরকারের তরফে দিল্লির ইন্ডিয়া গেটে যে নেতাজীর মূর্তি বসানো হয়েছিল, তার ধরন নিয়ে বিরোধিতা প্রকাশ করেছিলেন চন্দ্র বসু। তারপর থেকেই প্রথম শিবিরের সঙ্গে দূরত্ব আরোও বাড়তে থাকে চন্দ্র বসুর।
মোদি সরকারের উদ্যোগ নেয় ইন্ডিয়া গেটের সামনে স্যালুট ভঙ্গিতে বসানো হবে নেতাজির মূর্তি। নেতাজির এই স্যালুট ভঙ্গিমাতেই আপত্তি রয়েছে বসু পরিবারের। বসু পরিবারের দাবি, দিল্লির সংসদে নেতাজির যে মূর্তি রয়েছে, সেই আদলের মূর্তি বসানো হোক ইন্ডিয়া গেটে।