দুর্দান্ত বোলিং করেও গোটা বিশ্বের সামনে হাসির পাত্র হলো পাকিস্তান! লজ্জায় মুখ ঢাকছে PCB

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সুপার ফোরে বাংলাদেশের অবস্থা অত্যন্ত সঙ্গীন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমে তারা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম রুখে না দাঁড়ালে আরও বড় লজ্জার মুখোমুখি হতে পারতো তাদের। প্রথম ইনিংসে ৫০ ওভার অবধিও ব্যাটিং করতে পারেনি তারা। ৩৮.৪ ওভারে ১৯৩ রান তুলে অলআউট হয়ে যায় তারা।

পাকিস্তানের বোলাররা অসাধারণ বোলিং করেছেন আজ পাকিস্তানের বিরুদ্ধে। হ্যারিস রাউফ এবং নাসিম শাহ আজ বাংলাদেশ ব্যাটিংকে ধ্বংস করেছেন। রাউফ ৪ টি এবং নাসিম ৩ টি উইকেট নিয়েছেন। রান বেলালেও লিটন দাসের গুরুত্বপূর্ণ উইকেটটি পেয়েছেন শাহীন আফ্রিদি।

তবে বাংলাদেশের হাস্যকর ব্যাটিংয়ের মাঝে আর ক্রিকেটবিশ্বে আরও একবার মুখ পোড়ালো পাকিস্তান। প্রথম ইনিংসের পর আজ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হওয়ার আগে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। কারণটা ছিল আশ্চর্য হওয়ার মতো।

দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে দেখা যায় পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ছয়টি ফ্লাডলাইট কাজ করা বন্ধ করে দেয়। অন্ধকারে ডুবে থাকে গোটা স্টেডিয়াম। উপস্থিত দর্শক এবং দুই দলের ক্রিকেটাররাও অবাক হয়ে যায়।

আরও পড়ুন: অভাবের কারণে ম্যাগি খেয়ে কাটতো দিন! আজ বিশ্বকাপ জয়ের জন্য BCCI-এর সবচেয়ে বড় ভরসা এই তারকা

খেলা এরপর ২০ মিনিট বন্ধ থাকে। দুই দল এরপর মাঠে নামে। কিন্তু দীর্ঘদিন পর কোনও বহুদলীয় টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পাওয়ার পর এমন ঘটনা। বিষয়টি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখ খুব একটা উজ্জ্বল করবে না তা বলাই বাহুল্য।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর