বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ডিএ (DA) ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। মহার্ঘ ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। আদালতে এই নিয়ে চলছে মামলা। এরই মধ্যে সুখবর। তবে সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Workers) জন্য। বছরের শুরু থেকে একের পর এক ভালো খবর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার সেই আনন্দ দ্বিগুন করে শোনা যাচ্ছে ফের বৃদ্ধি পাবে তাদের মহার্ঘ ভাতা।
কী জানা যাচ্ছে? শীঘ্রই ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। যদিও মুদ্রাস্ফীতি সূচকের বৃদ্ধির বদলে কেন্দ্রের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২০২৪ সালে বৃদ্ধি করা হবে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মুদ্রাস্ফীতি সূচকের সংখ্যার ওপর ভিত্তি করে সেই বৃদ্ধি গণনা করা হবে।
লেবার ব্যুরোর তরফে প্রকাশ করা তথ্য অনুসারে জুলাই ২০২৩ এর জন্য যে AICPI সূচক সংখ্যা সামনে এসেছে তাতে ৩.৩ পয়েন্টের বৃদ্ধি হয়েছে। যার ফলে মহার্ঘ ভাতার পরিমাণ ৪৬.২৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়ালো ৪৭.২৪ শতাংশ।
আরও পড়ুন: লাগামছাড়া আবহাওয়া! আজ ঝড়-জল বাড়বে দক্ষিণে, ৫ জেলায় তুমুল সতর্কতা হাওয়া অফিসের
বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার ওপর ভিত্তি করে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ বা তার বেশি হতে পারে। এবার মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনে যোগ হবে। যার ফলে কর্মীদের বেতন কম করে ৯০০০ টাকা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:এবার কী জামিন! প্রথমবার হাইকোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়, কী দাবি তার?
এরফলে কোনও কর্মীর বেতন ১৮০০০ টাকা হলে ৫০% ডিএ হিসেবে তিনি পাবেন ৯০০০ টাকা। তাহলে তার মোট বেতন হচ্ছে মূল বেতন (১৮০০০)+ ডিএ (৯০০০)= ২৭০০০ টাকা।
২০২৩ এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত মহার্ঘ ভাতা সরকার চলতি মাসেই ঘোষণা করতে পারে। ওদিকে ২০২৩ সালের জুলাই- ডিসেম্বর ACPI সংখ্যার উপর নির্ভর করে পরবর্তী মহার্ঘ ভাতা বাড়বে ২০২৪ সালে।