বাংলা হান্ট ডেস্কঃ ফের চর্চার শিরোনামে পুরুলিয়ার ঝালদা পুরসভা (Jhalda Municipality)। একদিকে যেখানে বিজেপিকে হারাতে তৃণমূল, কংগ্রেস মিলেমিশে একাকার সেখানে রাজ্যের চিত্রটা একেবারেই ভিন্ন। এবার কংগ্রেসের কাছ থেকে সেই ঝালদা পুরসভা ছিনিয়ে নিল শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
বহু টানাপোড়েনের মধ্য দিয়ে ঝালদা পুরসভা দখল করেছিল কংগ্রেস। নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধান করা হয়। তবে সেই ক্ষমতা দীর্ঘস্থায়ী হল না। বুধবার রাতে পাঁচ পুরপ্রতিনিধি নাম লেখালেন তৃণমূলে।
পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় সহ কংগ্রেস পুরপ্রতিনিধি বিজয় কান্দু,নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু, পিন্টু চন্দ্র এবং সোমনাথ কর্মকার যোগ দিলেন তৃণমূলে।
আরও পড়ুন: বিরাট সুখবর! এবার ৯০০০ টাকা বাড়বে সরকারি কর্মীদের বেতন, দেখুন কারা রয়েছে তালিকায়
গতকাল সন্ধ্যায় বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এরপর বিধায়ক বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে চেয়েছিলেন পুরপ্রধান-সহ পাঁচ কাউন্সিলর। তাই দলের নির্দেশ মেনেই আমরা তাদের দলে গ্রহণ করলাম।”
আরও পড়ুন: লাগামছাড়া আবহাওয়া! আজ ঝড়-জল বাড়বে দক্ষিণে, ৫ জেলায় তুমুল সতর্কতা হাওয়া অফিসের
প্রসঙ্গত, গত জুলাই মাসে হঠাৎই ঝালদার তিন কংগ্রেস ও ২ নির্দল কাউন্সিলরকে (Councilors) কলকাতায় এনে তাদের জোর করে দলবদল করানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে (Trinamool)। যদিও সেই সময় এই কাউন্সিলরগণ জানিয়েছিলেন তহবিল আনার ব্যাপারে কথাবার্তা বলতেই তারা কলকাতায় গিয়েছিলেন।
তবে এদিন দলবদলের পর শীলা চট্টোপাধ্যায় বলেন, এলাকায় উন্নয়নের কাজ করতে পারছিলাম না তাই এই সিদ্ধান্ত। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার উন্নয়নের কাজে ঝাঁপাব।