‘আমাকে তো ব্যবহারই …’, ‘আবার প্রলয়’ সফল হতেই বিস্ফোরক কৌশানি

বাংলা হান্ট ডেস্ক : সদ্যই মুক্তি পেয়েছে বহুল চর্চিত ছবি ‘আবার প্রলয়’ (Abar Praloy)। আর এই ছবির সৌজন্যেই এক নতুন কৌশানিকে (Koushani Mukhopadhyay) চিনেছে মানুষ। চেনা একের বাইরে বেরিয়ে সম্পূর্ণ নতুন এক চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। দর্শকমহলে প্রশংসাও কুড়িয়েছেন দারুন। এমন পরিস্থিতিতে অভিনেত্রী হিসেবে এই সাফল্য কেমন লাগছে কৌশানির? সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, ‘যে কোনও মানুষ ব্যক্তিগত কাজের জন্য স্বীকৃতি পেলে তার ভালো লাগে। আমার কাছে অ্যাওয়ার্ডটা বড় নয়, দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারাটাই আসল। সবথেকে বড় প্রাপ্তি হল, ‘আবার প্রলয়’-এর জন্য সব ধরনের দর্শকের থেকে প্রশংসা পাচ্ছি।’ পাশাপাশি অভিনেত্রী এটাও বলেন, ইন্ডাস্ট্রিতে তাকে একপ্রকার টাইপকাস্ট করে দেওয়া হয়েছে।

নায়িকার কথায়, ‘এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আমাকে টাইপকাস্ট করা হয়েছে। আমি বাণিজ্যিক ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। তাই আমি মানেই নাচ, গান, র‌্যাম্পে হাঁটা-এই ভাবনাটা তৈরি করেছে ইন্ডাস্ট্রি। মানুষের এতে দোষ নেই।’ যদিও তিনি এটাও বলেছেন যে, ইন্ডাস্ট্রির উপর আক্ষেপ করে এগিয়ে যাওয়া যায়না।

আরও পড়ুন : শাহরুখ ম্যাজিক, ভোর ৫টার শোও হাউসফুল, রাত জেগে ছবি দেখতে গেলেন নীল-তৃণা

কৌশানির কথায় এটা স্পষ্ট যে, এই ইন্ডাস্ট্রিতে খানিকটা স্বজনপোষন চলে বৈকি। অভিনেত্রী বলেন, ‘অনেক সময় কিছু চরিত্র দেখে মনে হয়েছে এই ভূমিকায় আমিও ভালো অভিনয় করতে পারতাম।’ পাশাপাশি নিজের হেটার্স তথা ট্রোলারদেরকেও এক হাত নেন তিনি। বলেন, ‘কিছু মানুষের আমাকে ট্রোল করে সংসার চলছে। আমি তাদের জন্য খুশি। কিন্তু, আবার কিছু মানুষ রয়েছেন যারা কিছু না বুঝে ট্রোল করে। এভাবে শান্তি পেতে চান।’

আরও পড়ুন : ভক্তদের অপেক্ষা সার্থক, DNA টেস্টের রিপোর্ট সূর্যর হাতে! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র জমজমাট প্রোমো

3. zee srimoyee bhattacharya 38

এসবের পাশাপাশি এইদিন সাক্ষাৎকারে নিজের শরীরচর্চা নিয়েও কথা বলেন অভিনেত্রী। জানা যায়, নিজের শারীরিক গঠন নিয়ে তিনি বেজায় স্ট্রিক্ট। কোথাও কিছু খেয়ে নিলেই আগে জিমে গিয়ে ঘাম ঝরান তিনি। কথায় কথায় উঠে আসে বনির প্রসঙ্গও। তাকে বনির নায়িকা বলা হয় শুনে বলেন, এটা আসলে পিতৃতান্ত্রিক সমাজের পরিচয়। বনিকে কৌশানির নায়ক বলা হয়না কেন তা নিয়েও প্রশ্ন তোলেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর