বাংলা হান্ট ডেস্ক: চন্দ্রযান-৩ (Chandrayaan 3)-এর বিরাট সাফল্যের রেশ কাটতে না কাটতেই ইতিমধ্যেই আদিত্য-L1 (Aditya L-1) মিশন সফলভাবে সম্পন্ন করেছে ISRO (Indian Space Research Organisation)। এমতাবস্থায়, ওই মিশন সংক্রান্ত একটি চমকপ্রদ বিষয় সামনে আনল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। বৃহস্পতিবার ISRO জানিয়েছে যে, সূর্য-পৃথিবীর L1 পয়েন্টের জন্য নির্ধারিত আদিত্য-L1 সেলফি তোলার পাশাপাশি এবং পৃথিবী ও চাঁদের সুন্দর ছবিও তুলেছে। এদিকে, ISRO সেই ছবি টুইট করে সামনে এনেছে।
২ টি কক্ষপথের চক্কর সম্পন্ন হয়েছে: স্পেসক্রাফট আদিত্য-L1 ইতিমধ্যেই ২ টি কক্ষপথের চক্কর সম্পন্ন করেছে। গত ৫ সেপ্টেম্বর আদিত্য-L1 সফলভাবে পৃথিবীর সাথে সম্পর্কিত দ্বিতীয় কক্ষপথটি সফলভাবে অতিক্রম করে। এর আগে গত ৩ সেপ্টেম্বর, আদিত্য-L1 দেশের প্রথম সূর্য মিশনের লক্ষ্যে পৃথিবীর কক্ষপথ অতিক্রম করেছিল।
পৃথিবী থেকে L1-এর দূরত্ব: জানা গিয়েছে, মহাকাশযানটি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1-এ ট্রান্সফার অরবিটে স্থাপন করার আগে আরও দু’টি পৃথিবী-বাউন্ড কক্ষপথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। ISRO অনুসারে, আদিত্য-L1 প্রায় ১২৭ দিন পরে L1 পয়েন্টে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য যে, আদিত্য-L 1 হল প্রথম ভারতীয় মহাকাশ-ভিত্তিক অবজারভেটরি যা প্রথম সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান বিন্দু (L1)-র চারপাশে একটি কক্ষপথ থেকে সূর্যকে নিরীক্ষণ করবে। যেটি পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে। গত ২ সেপ্টেম্বর, ISRO-র শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আদিত্য-L1-এর সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়।
আরও পড়ুন: চাঁদের বুকে এবার দ্বিতীয় অবতরণ বিক্রমের! ঠিক কি কাণ্ড ঘটালেন ISRO-র বিজ্ঞানীরা? জানলে চমকে উঠবেন
আদিত্য L1-কে উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়েছে: ৬৩ মিনিট এবং ২০ সেকেন্ডের উড়ানের পরে, আদিত্য-L1-কে সফলভাবে পৃথিবীর চারপাশে ২৩৫x১৯৫০০ কিলোমিটারের একটি উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়। আদিত্য-L1 ৭ টি পেলোডও বহন করছে।
Aditya-L1 Mission:
Onlooker!
Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwy— ISRO (@isro) September 7, 2023
এমতাবস্থায়, ISRO জানিয়েছে যে পেলোডের ইলেক্ট্রোম্যাগনেটিক পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের সবচেয়ে বাইরের স্তরগুলি (করোনা) পর্যবেক্ষণ করা হবে। বিশেষ সুবিধাজনক বিন্দু L1-কে ব্যবহার করে চারটি পেলোড সরাসরি সূর্যকে পর্যবেক্ষণ করবে এবং বাকি তিনটি পেলোড ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1-এ কণা এবং ক্ষেত্রগুলির ইন-সিটু গবেষণা পরিচালনা করবে বলেও জানা গিয়েছে।