বাংলা হান্ট ডেস্কঃ দুধের শিশু অসুস্থ! তাই বাড়ির কাছের স্কুলে বদলির আবেদন জানিয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন এক শিক্ষিকা। আর সেই মামলাতেই নিয়ম ভেঙে নজিরবিহীন রায় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।
গতকাল এই মামলার রায় দিতে গিয়ে নাট্যকার বার্টল্ট ব্রেখ্টের লেখা কবিতার একটি অংশ তুলে ধরেন বিচারপতি। পাশাপাশি রায়ে ‘মারি ফারারের ভ্রূণ হত্যা’ কবিতার একটি অংশ তুলে বিচারপতি লেখেন, ‘‘কিন্তু মশাইরা সব সাবধান। রাগ ঘৃণাকে আটকান, কেন না, যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়…।’’
মানবিকতার স্বার্থে কখনও নিয়ম ভাঙার মধ্যে কোনও ভুল নেই বলেই মনে করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দোলন দে নামক এক শিক্ষিকা নিজের বাড়ির কাছে একটি স্কুলে বদলি চেয়ে আদালতের দ্বারস্থ হন। তার বাড়ি কাঁচরাপাড়ায়। আর উত্তর ২৪ পরগনার আমডাঙার একটি স্কুলে তিনি শিক্ষকতা করতেন।
আরও পড়ুন: হবু শিক্ষকদের জন্য সুখবর! প্রাইমারি TET নিয়ে ফের বড়সড় আপডেট দিলেন পর্ষদ সভাপতি
এদিকে তার তার বছর তিনেকের শিশুর শরীর খারাপ। শিশুর হার্নিয়া। শিক্ষিকা আদালতে জানান, তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ৩৫ কিমি। তাই সন্তানের খেয়াল রাখতে পারছেন না তিনি। তাই কাঁচরাপাড়ার স্কুলে বদলির অনুরোধ জানান শিক্ষিকা।
তবে শিক্ষিকার সেই আবেদনের বিরোধিতা করে উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সংসদ জানায় যেহেতু ওই শিক্ষিকা একই জেলার মধ্যে চাকরি করেন তাই বদলির নতুন নিয়ম অনুসারে তার এই দাবি মানা সম্ভব নয়।
আরও পড়ুন: ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছে আবহাওয়া! আজই এই সব জেলায় হবে ঝড়-বৃষ্টির তোলপাড়, সতর্ক থাকুন
তবে গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাফ পর্যবেক্ষণ, অসুস্থ শিশুটির কথা চিন্তা করে ওই শিক্ষিকার বদলির প্রয়োজন রয়েছে। এরপরই ওই শিক্ষিকাকে তিন সপ্তাহের বাড়ির একেবারে কাছের স্কুলে বদলি করার নির্দেশ দেন বিচারপতি।