বাংলাহান্ট ডেস্ক : ভারতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা। এই জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে ভারতে ক্রমাগত জনপ্রিয় হচ্ছে জীবন বিমা। অনেক মানুষ রয়েছেন যারা একাধিক জীবন বিমা করিয়ে থাকেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বিশেষ কিছু বিমা সাম্প্রতিককালে লঞ্চ করা হয়েছে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অর্থাৎ PMSBY হল এরকমই একটি বিমা প্রকল্প। খুব অল্প টাকার প্রিমিয়ামে এই প্রকল্পটি বড় সুবিধা প্রদান করে।PMSBY প্রকল্পে বার্ষিক কুড়ি টাকা প্রিমিয়াম দিতে হয় গ্রাহকদের। এর বদলে গ্রাহকরা পেয়ে থাকেন দু লক্ষ টাকার সুবিধা। এককথায় বলা যায়, দুর্দান্ত এই প্রকল্পটি।
আরোও পড়ুন : MBA চাওয়ালার পর এবার MBA মুরগিওয়ালা! কড়কনাথ পালনকেই পেশা করলেন কুমার গৌতম
কিছু বছর আগে নামমাত্র প্রিমিয়ামে এই প্রকল্প আরম্ভ করে কেন্দ্রীয় সরকার। প্রতিবছর মে মাসের শেষে এই বিমার প্রিমিয়াম জমা করতে হয়। গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ৩১শে মে এই বিমার প্রিমিয়াম কেটে নেওয়া হয়। PMSBY প্রকল্পে ১৮ থেকে ৭০ বছর বয়সীরা আবেদন করতে পারেন। মাত্র কুড়ি টাকার প্রিমিয়াম লাগে এই বিমা করার জন্য।
আরোও পড়ুন : অসংখ্য শূন্যপদ, মাধ্যমিক পাশেই মিলবে চাকরির দুর্দান্ত সুযোগ! মহিলাদের নিয়োগ করবে এই দপ্তর
বিমা কেনার সময় আপনাকে PMSBY এর সাথে লিংক করাতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। PMSBY এর প্রধান বৈশিষ্ট্য হল, বিমা গ্রাহক যদি দুর্ঘটনায় মারা যান কিংবা অক্ষম হয়ে যান, তাহলে দু লক্ষ টাকা পাবেন তার নমিনী। ২০২২ সালের পয়লা জুলাই পর্যন্ত এই বিমার প্রিমিয়াম ছিল বার্ষিক মাত্র বারো টাকা। এরপর এই বিমার প্রিমিয়াম বৃদ্ধি করে কুড়ি টাকা করা হয়।
ভারতের অধিকাংশ মানুষের দৈনন্দিন আয় খুবই কম। তাদের সুরক্ষার কথা মাথায় রেখে সরকার এই বিমা প্রকল্প চালু করে। দুর্ঘটনার কারণে মৃত্যু বা অক্ষম হয়ে পড়লে, এই বিমা তার পরিবারের পক্ষে সহায়ক হয়ে উঠবে। এই বিমা করতে আগ্রহী থাকলে আপনি আপনার ব্যাংকের ব্র্যাঞ্চ-এ গিয়ে যোগাযোগ করতে পারেন।