৩০০ তম ODI খেলতে নেমে ৫০-এর ফিফটি! ইতিহাসে প্রথম ক্রিকেটার এই অবিশ্বাস্য কাজ করলেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ভারতের এশিয়া কাপের (2023 Asia Cup) গ্রূপ পর্বের ম্যাচটি শেষ করা যায়নি। বৃষ্টি বিঘ্ন ঘটানোয় ভারতের ইনিংসের পরে আর দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করা যায়নি। ফলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল। পাকিস্তান আগেই পৌঁছে গিয়েছিল সুপার ফোর পর্যায়ে। ভারতীয় দলও (Indian Cricket Team) নেপালের বিরুদ্ধে ম্যাচটি জিতে পৌঁছেছে দ্বিতীয় রাউন্ডে। এরপর সুপার ফোর পর্যায়ে পাকিস্তানি একটি ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে তারা বাংলাদেশকে দাপট দেখিয়ে উড়িয়ে দিয়েছে। আজ দুই দল যখন আবার মুখোমুখি হয় কলম্বোর মাঠে তখন পুরনো কথা মাথায় রেখেই সম্ভবত বাবর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

কিন্তু দুঃখের ব্যাপার যে ভারত বনাম পাকিস্তান সুপার ম্যাচেও বৃষ্টি থাবা বসিয়েছেন। ২৪.১ ওভার অবথে প্রথম ইনিংস চলার পর দু’ঘণ্টারও বেশি বৃষ্টিতে খেলা বন্ধ। তবে খুশির খবর হলো বৃষ্টি কিছুক্ষণের জন্য থেমেছে এবং প্রতিবেদনটি লেখার সময় আম্পায়াররা পিচ পর্যবেক্ষণ করছেন এবং খুব শীঘ্রই তারা জানাবেন যে কত ওভারের খেলা হবে।

কিন্তু বৃষ্টি নামার আগে আজ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বোলারদের তেমন দাপট দেখা যায়নি। উল্টে দুই ভারতীয় ওপেনার শুভমান গিল এবং রোহিত শর্মা আজ দাপট দেখিয়ে ব্যাকফুটে ঠেলে দিয়েছে পাকিস্তানকে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ছিল কোনও উইকেট না হারিয়ে ১১৫। টুর্নামেন্টে প্রথমবারের জন্য পাকিস্তানি বোলিংকে বেকায়দায় পড়তে দেখা গিয়েছে। শাহীন আফ্রিদিকে নিয়ে এদিন ছিনিমিনি খেললেন শুভমান গিল। তার একটি ক্যাচ স্লিপের মধ্যে দিয়ে একবার বেরিয়ে যাওয়ার পরে সেই জীবনদানকে তিনি পুরোপুরি কাজে লাগান। নিজের ওডিআই কেরিয়ারে প্রথমবার আফ্রিদি প্রথম তিন ওভারে সাতটি বাউন্ডারি বিলিয়ে দিলেন আজ।

rohit gill asia cup

তবে আজ সবচেয়ে বেশি নজর খেয়েছেন রোহিত শর্মা। শুভমান গিল ৩৭ বলে ১০ টি চার সহ নিজের পাকিস্তানের বিরুদ্ধে প্রথম অর্ধশতরানটি সম্পূর্ণ করেন। শুরুর দিকে রোহিত শর্মা তুলনামূলকভাবে একটু কম আগ্রাসী ছিলেন। তবে বল গ্যালারিতে পাঠানোর সুযোগ পেলে হাতছাড়া করেননি তিনি। ৪২ বলে ৪ টি ছক্কা সহ নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন তিনি। নিজের ৩০০ তম আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলতে নেমে তিনি ব্যাট হাতে সেই ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন।

আরও পড়ুন: সৌরভ বা ধোনি ভারতের সেরা ভারতীয় অধিনায়ক নন! এই তারকার নাম নিয়ে বিস্ফোরক গৌতম গম্ভীর

আজ বিশ্বক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে শাহীন শাহ আফ্রিদিকে তিনি তার প্রথম ওভারেই ছক্কা মেরেছেন। নিজের প্রথম স্পেলে রীতিমতো করুণ অবস্থা হয়েছিল আফ্রিদির। পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফরম‍্যাটে রোহিতের রেকর্ড দুর্দান্ত। ৪৯ বলে ৫৬ রান করে ড্রেসিংরুমে ফিরে সমালোচকদের কিছুটা জবাব দিয়েছেন হিটম্যান।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর