বাংলা হান্ট ডেস্কঃ নরম-গরমে থাকেন যিনি, সেই তিনিই আজ ক্যামেরার সামনে কেঁদে ফেললেন। অপরাধীদের জম সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল ফুঁপিয়ে কেঁদে উঠতে। সোমবার হাসপাতালে এমনটাই দৃশ্য দেখা গেল।
কলেজে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েন এক কলেজ ছাত্রী। আর সেই খবর পেয়েই আর জি কর হাসপাতালে তাঁকে দেখতে যান বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, এক কলেজ ছাত্রী সম্প্রতি পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হন। ওই ছাত্রীর নাম সুনীতা বর্মা। হুগলির চাঁপদানির বিএম রোডের বাসিন্দা তিনি। গত বৃহস্পতিবার পরীক্ষা দিতে যাওয়ার পথে পলতা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করার সময় ভিড়ের ধাক্কায় পা ফস্কে যায় তাঁর। স্টেশনের প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝে আটকে যান তিনি। তাঁকে উদ্ধার করা গেলেও তাঁর পা দুটি কেটে বাদ দিতে হয়।
সেই কলেজ ছাত্রীকে এদিন আরজি কর হাসপাতালে দেখতে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘ওই ছাত্রীর পাশে আমরা সবাই রয়েছি, সবরকম ভাবে সাহায্য করব। কৃত্রিমভাবে পা লাগানো যায় কিনা তা চিকিৎসকদের কাছে আবেদন করেছি। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক, তিনিও নিশ্চয়ই এই বিষয়টি খতিয়ে দেখবেন।’
ভয়ঙ্কর দুর্ঘটনায় পা হারানো ওই কলেজ ছাত্রী সুনীতা বর্মার বাবা নেই। বাড়িতে মা এবং ভাই রয়েছে। তাঁর ভবিষ্যৎ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সবরকমভাবে সাহায্য করার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীকেও এগিয়ে আসার জন্য আবেদন জানান তিনি।