গম্ভীরের সমালোচনার কড়া জবাব রাহুলের! কোহলির সাথে জুটি বেঁধে তৈরি করলেন ইতিহাস

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে হল অপেক্ষার অবসান। ওডিআই ফরম‍্যাটে দ্রুততম ক্রিকেটের হিসেবে সচিন টেন্ডুলকার এবং রিকি পন্টিংকে পেছনে ফেলে ১৩,০০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই সঙ্গে পেয়ে গেলেন এই ফরম্যাটে নিজের ৪৭ তম শতরান। সচিন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ শতরানের রেকর্ড ভাঙার থেকে আর মাত্র দুই ধাপ দূরে দাঁড়িয়ে তিনি। লোকেশ রাহুলকে (KL Rahul) সঙ্গে নিয়ে আজ যে ব্যাটিংটা তিনি করলেন তা দীর্ঘদিন ক্রিকেটপ্রেমীদের মনে থেকে যাবে।

তবে কোহলির দাপটের মধ্যে ভুলে গেলে চলবে না রাহুলের অসাধারণ ব্যাটিংও। আজ ১০০ বল খেলে নিজের শতরান সম্পূর্ণ করেছেন তিনি। শুরুর দিকে বিরাট কোহলি যখন কিছুটা ধীর গতিতে ব্যাটিং করছিলেন তখন তিনি নিয়েছিলেন আগ্রাসনের রাস্তা। মেরেছেন একাধিক দৃষ্টিনন্দন ছক্কা। দীর্ঘদিন পরে তিনি মাঠে ফিরেছেন। পায়ের চোট সারিয়ে উঠতে তার বেশ কিছুটা সময় লেগে গিয়েছে। কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে এখনো ভারতের মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা তিনিই।

   

নেপালের বিরুদ্ধে ম্যাচ চলার সময় গৌতম গম্ভীর ম্যাচ এনালাইসিস করতে বসে জানিয়েছিলেন ঈশান কিষাণ যেহেতু ফর্মে রয়েছেন তাই লোকের রাহুল ফিরলে তাকে এখন দলে জায়গা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তার সেই ধারণা যে কতটা বড় ভুল সেটা আজ প্রমাণ করে দিয়েছেন রাহুল। এটি ছিল ওডিআই ফরম্যাটে তার ষষ্ঠ শতরান।

kl kohli

আজকের কোহলি ও রাহুলের পার্টনারশিপ ছিল ভারত-পাকিস্তান ওডিআই ম্যাচে তৃতীয় উইকেটে সর্বোচ্চ পার্টনারশীপ। একনজরে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সর্বোচ্চ পার্টনারশিপগুলি।

◆ বিরাট কোহলি ও লোকেশ রাহুল- ২৩৩(২০২৩)
◆ সৈয়দ আনোয়ার ও ইজাজ আহমেদ- ২৩১(১৯৯৮)
◆ বীরেন্দ্র সেওয়াগ ও রাহুল দ্রাবিড়- ২০১(২০০৫)
◆ রোহিত শর্মা ও বিরাট কোহলি- ১৭২(২০১২)
◆ জাইদ ফজল ও সেলিম মালিক- ১৭১*(১৯৯১)

আরও পড়ুন: ১৩,০০০ রান ও ৪৭ তম ODI শতরান! রেকর্ড গড়ে পাকিস্তান বোলিংকে ধ্বংস করলেন কোহলি

তবে বিরাট আর রাহুলের ইনিংসে একটা তফাৎ ছিল আজ। বিরাট কোহলি রান করতে আজ মূলত নির্ভর করেছেন সিঙ্গেল এবং ডাবলসের উপর। ডট বল যথাসম্ভব কম খেলার চেষ্টা করেছেন তিনি। অপরদিকে রাহুলের ইনিংসটি ছিল বড় শট নির্ভর। শেষপর্যন্ত কোহলি ৯৪ বল খেলে ১২২ রানে এবং লোকেশ রাহুল ১০৬ বল খেলে ১১১ রানের অপরাজিত থাকেন। জাতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান তুলেছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর