বাংলা হান্ট ডেস্কঃ বিদেশ সফরে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, দুবাই হয়ে স্পেন (Spain Tour) সফরের জন্য কলকাতা থেকে রওনা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে সফর শুরুর আগেই জোর বিপত্তি। সূত্রের খবর এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ দুবাইগামী (Dubai) বিশেষ বিমান ছাড়ার কথা থাকলেও প্রায় দেড়-দুঘণ্টা পর সেই বিমান ছাড়ে।
যদিও ঠিক কী কারণে এই দেরী হয় সে বিষয়ে কিছু জানা যায় নি। এদিন বিমানবন্দরে পৌঁছে রাজ্যবাসীর উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”সকলে সুস্থ থাকবেন, ভাল থাকবেন।” দীর্ঘ ৫ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছে বড়সড় প্রতিনিধিদল।
জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর সাথে রয়েছে তিন ফুটবল ক্লাবের কর্তারা, বই প্রকাশকদের একটি দল, সংবাদমাধ্যমও। বিমানে করে প্রতিনিধিদল নিয়ে মুখ্যমন্ত্রী প্রথমে যাবেন দুবাই। সেখানে প্রায় ১৮ ঘণ্টা ব্রেক নেওয়ার পর দুবাই থেকে স্পেনের উদ্দেশে রওনা দেবেন। বুধবার পা রাখবেন স্পেনে।
আরও পড়ুন: ঘূর্ণাবর্তের হুঙ্কার! কলকাতা সহ দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে ঝড়-বৃষ্টি, বাজ থেকে সাবধান এই ৭ জেলায়
মাদ্রিদ, বার্সেলোনা শহরে যাওয়ার পরিকল্পনা রয়েছে মমতার। সেখানকার ফুটবল ক্লাব ও বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। তার সাথে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়েরও (Sourav Ganguly)। রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতেই এই বিদেশ যাত্রা।
আরও পড়ুন: হাত গুটিয়ে নিল রাজ্য! বঙ্গে ৭টি রেল ওভার ব্রিজ বানানোর টাকা একাই দেবে কেন্দ্র
এদিন নির্ধারিত সময়ে সকলে বিমানবন্দরে পৌঁছে গেলেও পরে জানতে পারেন এমিরেটস-এর বিশেষ বিমান অন্তত দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে। এই ১২ দিনের বিদেশ সফরে রোজই মমতা ঠাসা জরুরি বৈঠকে ব্যস্ত থাকবেন। তবে একাধিক কর্মসূচিতে ব্যস্ত থাকলেও নবান্নের খেয়াল রাখবেন মুখ্যমন্ত্রী। প্রেস বিবৃতি দিয়ে সেখানকার সকল খবর জানাবেন বলেও জানিয়েছেন মমতা।