‘অপেক্ষা করুন, ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে PoK’, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে থরহরিকম্প পাকিস্তানে

বাংলা হান্ট ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir) নিয়ে এবার মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং‌ (V K Singh)। আপনা আপনিই পাক অধিকৃত কাশ্মীর ভারতের (India) সঙ্গে মিশে যাবে বলে দাবি করলেন তিনি। রাজস্থানের (Rajasthan) জয়পুরে একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী একটি প্রশ্নের জবাবে বলেন, ‘পাক অধিকৃত কাশ্মীর নিজে থেকেই ভারতের সঙ্গে মিশিয়ে যাবে। কিছু সময় অপেক্ষা করুন।’ আর এই নিয়েই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেসকে (Congress) তুলোধনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। ভি কে সিং বলেন, কংগ্রেসের শাসনকালে রাজস্থানের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। যুবক এবং কৃষকদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ এই সরকার। তাই বিজেপিকে (BJP) পরিবর্তন সংকল্প যাত্রা বের করতে হয়েছে। জনগণ এই যাত্রাকে পূর্ণ সমর্থন করছেন। তাঁর আরও দাবি, দেশের মধ্যে রাজস্থানে বিদ্যুতের সবচেয়ে বেশি দাম। রাজস্থান একটা উন্নত রাজ্য ছিল, কিন্তু গত সাড়ে পাঁচ বছরের পেপার ফাঁস এবং মহিলাদের বিরুদ্ধে নৃশংসতার ঘটনা বেড়েছে।

এদিন যোগীরাজ্যের সঙ্গেও রাজস্থানের তুলনা করেন ভি কে সিং। তিনি বলেন, ‘এক সময় উত্তরপ্রদেশে অপরাধী সংখ্যা বাড়লেও বর্তমানে অপরাধীদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু রাজস্থানে একের পর এক অপকর্ম বেড়েই চলেছে।’

untitled design (6)

প্রসঙ্গত, সামনেই রাজস্থানে বিধানসভা ভোট। গতবার এই রাজ্য হাতছাড়া হয় বিজেপির। বর্তমানে সেখানে কংগ্রেসের সরকার। তাই পুরোনো জমি ফিরে পেতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। সামনে যে পাঁচ রাজ্যে ভোট রয়েছে, সেই পাঁচ রাজ্যের ভোট কার্যত লোকসভা ভোটের আগে বিজেপির কাছে সেমি ফাইনাল। তাই কোনওভাবেই সুযোগ হাতছাড়া করতে চাইছে না গেরুয়া শিবির। এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও (Priyanka Gandhi) শিশুসুলভ এবং অপরিপক্ক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে, পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা বাড়ছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর