পাল্টে গেল DA প্রাপ্তির নিয়ম! মিলবে দুর্দান্ত সুবিধা, এই সব সরকারি কর্মীদের লাভই লাভ

বাংলাহান্ট ডেস্ক : চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স (Child education Allowance) এবং হোস্টেল সাবসিডি অন্যতম প্রধান ভাতা সপ্তম বেতন কমিশনের অধীনে। সরকার এই ভাতাগুলির মাধ্যমে তাদের কর্মচারীদের সন্তানদের শিক্ষা ও হোস্টেলে থাকার খরচ বহন করে। কর্মী ও প্রশিক্ষণ বিভাগের (DoPT) পক্ষ থেকে গত ২০ জুলাই বিজ্ঞপ্তি জারি করা হয়।

নোটিশে জানানো হয়, বড় পরিবর্তন ঘটানো হয়েছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স (Child education Allowance) এবং হোস্টেল সাবসিডির দাবি জমা দেওয়ার ক্ষেত্রে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এই দাবিগুলির জন্য কর্মচারীদের আবেদন পাঠাতে হবে না DoPT-তে। কর্মচারীদের দাবি জমা দিতে হবে নিজস্ব বিভাগে।

আরোও পড়ুন : চমৎকার প্ল্যান LIC’র! টাকা দেওয়ার পরের বছর থেকেই হাতে পাবেন পেনশন, কপাল খুলবে আপনারও

DoPT এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে জানিয়েছে, নতুন নিয়মের ফলে কর্মচারীরা আগের থেকে আরও সহজ পদ্ধতিতে দাবি জানাতে পারবেন। ফলে আরো সহজ হবে গোটা প্রক্রিয়া। এই সংক্রান্ত জটিলতা কাটাতে সাহায্য করবে নতুন নিয়ম। ভাতার আবেদনের জন্য এবার থেকে কর্মচারীদের নির্দিষ্ট বিভাগের কর্তাদের কাছে আবেদনপত্র জমা দিতে হবে।

আরোও পড়ুন : টাকার অভাব? বিক্রি হতে চলেছে পাকিস্তানের সবথেকে দামি বাড়ি! কত দাম উঠল জেনে অবাক হবেন

তার সাথেই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সনদ, শিক্ষার্থীর ভর্তি সনদ, শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীর থাকার খরচের প্রমাণ নথি হিসাবে জমা দিতে হবে। সরাসরি কর্মী ও প্রশিক্ষণ বিভাগের বক্তব্য, ই-এইচআরএমএস রয়েছে এমন বিভাগের বা মন্ত্রকের কর্মীরাই শুধুমাত্র ই-এইচআরএমএস-এর মাধ্যমে সিইএ দাবি করতে পারবেন। 

child education allowance 1024x576.jpg

যেখানে এখনো পর্যন্ত ই-এইচআরএমএস চালু হয়নি, সেখানে অনুরোধ করা হয়েছে দ্রুত এই পরিষেবা শুরু করার। নয়া নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় কর্মচারীরা প্রথম দুইজন সন্তানের জন্য মোট দুই বছরের জন্য বেতনসহ ছুটি নিতে পারবেন। ফলে, নয়া এই নিয়মের ফলে লাভের মুখ দেখবেন সরকারি কর্মচারীরা।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর