বাংলা হান্ট ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়ে গেল Apple-এর নতুন iPhone 15 সিরিজ। এমনিতেই নতুন এই iPhone 15 সিরিজের দাম এবং ফিচার্সের প্রসঙ্গে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন তথ্য সামনে এসেছিল। তবে, এবার সংস্থার তরফে অনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ১২ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া এই লঞ্চ ইভেন্টে iPhone 15 সিরিজের চারটি ফোন লঞ্চ করা হয়েছে। সেগুলি হল, iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। পাশাপাশি, লঞ্চ করা হয়েছে Apple Watch Series 9 এবং Apple Wathch Ultra 2।
এদিকে, এবারও এই সিরিজে Dynamic Island ব্যবহার করেছে সংস্থাটি। গত বছর, iPhone 14 Pro সিরিজে Dynamic Island ব্যবহার করেছিল Apple। পাশাপাশি, iPhone 15-এর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। যেখানে প্রাইমারি ক্যামেরা হল 48MP-র। এই প্রসঙ্গে Apple দাবি করেছে যে, এর সাহায্যে আরও ভালো ছবি ক্লিক করা যাবে। এছাড়াও, iPhone 15-এ তোলা ফটোতে নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন ক্রেতারা। মিলবে নেক্সট জেনারেশন পোর্ট্রেট মোডও। এর সাথে উপলব্ধ থাকছে একটি নতুন ফোকাস মোড। এই ফোকাস মোড লো লাইট এবং দিনের আলোতে দুর্দান্ত কাজ করবে। এছাড়াও, নতুন স্মার্ট এইচডিআর ভালো ফটো ক্লিক করতেও সাহায্য করবে।
iPhone 15-এর ডিসপ্লে এবং কালার ভেরিয়েন্ট: iPhone 15-এ রয়েছে 6.1 ইঞ্চির ডিসপ্লে। আর iPhone 15 Plus-এ রয়েছে 6.7 ইঞ্চির ডিসপ্লে। এই দু’টি হ্যান্ডসেটেই OLED সুপার রেটিনা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। iPhone 15 পাঁচটি রঙের ভেরিয়েন্টে উপলব্ধ হয়েছে। সেগুলি হল গোলাপি, হলুদ, সবুজ, নীল এবং কালো।
আরও পড়ুন: রয়েছে ট্রাক্টরের ছবি! অথচ বাড়িতে থাকা বাইকের জন্য এল চালান, জরিমানার অঙ্ক জানলে চমকে উঠবেন
iPhone 15 সিরিজের দাম: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, iPhone 15-এর দাম হল 79,900 টাকা। পাশাপাশি iPhone 15 Plus-এর দাম হল 89,990 টাকা। এছাড়াও, iPhone 15 Pro পাওয়া যাবে 1,34,900 টাকায় এবং iPhone 15 Pro Max-এর দাম হল 1,34900 টাকা।
আরও পড়ুন: চাঁদ-সূর্যকে “হ্যালো” জানিয়ে এবার গভীর সমুদ্রে পৌঁছবে ভারত! শুরু হতে চলেছে এই দুর্ধর্ষ মিশন
iPhone 15 সিরিজের প্রসেসর: জানিয়ে রাখি যে, iPhone 15-এ A16 Bionic চিপসেট ব্যবহার করা হয়েছে। যেটিতে 6 কোর CPU থাকবে। যা A15 Bionic থেকে 20 শতাংশ কম শক্তি খরচ করে। পাশাপাশি, অল ডে ব্যাটারি লাইফ মিলবে।
মিলবে রোড সাইড অ্যাসিস্ট্যান্স ফিচার: iPhone 15-এ পাওয়া যাবে রোড সাইড অ্যাসিস্ট্যান্স ফিচার। মূলত, iPhone 15 সিরিজের ব্যবহারকারীরা দু’বছরের জন্য বিনামূল্যে স্যাটেলাইট সংযোগের সুবিধা পাবেন। স্যাটেলাইট সংযোগের সাহায্যে, ব্যবহারকারীরা জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের সাহায্য চাইতে পারেন। এই স্যাটেলাইট সংযোগ ইন্টারনেট এবং সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কাজ করবে বলে জানা গিয়েছে।