শ্রীরাম জন্মভূমিতে মন্দির নির্মাণের আগে শোরগোল! মাটি খুঁড়তেই চমৎকার, চোখ ছানাবড়া সবার

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya)। তার আগে এক বড় খবর সামনে এল। রাম জন্মভূমিতে খননের সময় প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে‌ (Hindu Temple)। যার মধ্যে রয়েছে একাধিক মূর্তি এবং বিভিন্ন‌ স্তম্ভ। সেই সমস্ত মূর্তি ও স্তম্ভের ছবি এক্স হ্যান্ডেলে দিয়েছেন রাম মন্দিরের সাধারণ সম্পাদক চম্পত রাই।

সেই ছবি দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। সেখানে তিনি লিখেছেন, ‘রাম জন্মভূমি নির্মাণের কাজ চলছে। সেখানে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সত্য কোথায় লুকিয়ে রাখবে?’

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পাশাপাশি প্রায় ৩২ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। শহরে একটি বিমানবন্দরও (Airport) নির্মাণ করা হচ্ছে। মন্দির একবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হলে সেখানে প্রচুর ভক্তসমাগম হতে পারে, তাই শহরে বিভিন্ন পরিকাঠামো-মূলক উন্নয়নও করা হচ্ছে।

ram mandir1

বর্তমানে জোরকদমে কাজ চলছে রাম মন্দিরের। প্রাণ প্রতিষ্ঠার এক সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে পুজো‌। অক্টোবরের মধ্যে রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে‌। ততদিনে রামলালার গর্ভগৃহও স্থাপন হয়ে যাবে। ২২ জানুয়ারি ভগবান রাম এই মন্দিরে বসবেন। দেশ-বিদেশের প্রচুর রামভক্ত সেখানে আসবে‌ন। অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করছেন রাম মন্দির উদ্বোধনের। কার্যত দর্শনীয় ঐতিহাসিক স্থান হতে চলছে এই রাম মন্দির। যেখানে প্রচুর পর্যটক আসবেন বলে মনে করা হচ্ছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর