বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি এশিয়া কাপে (2023 Asia Cup) ভারতীয় দলের (Indian Cricket Team) বোলিং দুর্দান্ত ছন্দে রয়েছে। এখনো পর্যন্ত তিনটি প্রতিপক্ষের বিরুদ্ধে বোলিং করার সুযোগ পেয়েছেন ভারতীয় বোলাররা। সেই তিনটি ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করতে পেরেছে ভারত। এখনো বাকি রয়েছে ফাইনাল এবং গ্রুপ পর্বে নিয়মরক্ষার বাংলাদেশ ম্যাচ। সেই ম্যাচ দুটোতেও ভারতের কাছ থেকে একই রকম দাপট আশা করবে ভক্তরা।
ভারতীয় বোলিংকে এই টুর্নামেন্টে অন্য মাত্রা দিয়েছেন কুলদীপ যাদব। ২০২১ সালে তাকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল খারাপ ফর্মের কারণে। কিন্তু এই বছর যেন আবার নবরূপে প্রত্যাবর্তন ঘটেছে তার। নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও অত্যন্ত কৃপণ বোলিং করেছিলেন। কিন্তু তারপর সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ব্যাটিংকে একাই ধ্বংস করে দিয়েছেন কার্যত।
কুলদীপের পাশাপাশি ভারতীয় দলের দ্বিতীয় স্পিনার হিসেবে খেলছেন রবীন্দ্র জাদেজা। মূলত অলরাউন্ডার হিসেবেই তিনি ভারতীয় দলে রয়েছেন। কিন্তু এখনো অবধি চলতি এশিয়া কাপে ব্যাট হাতে বলার মত কিছুই করতে পারেননি তিনি। কিন্তু বিসিসিআই তার ওপর ভরসা রাখছে। তিনি পাকিস্তানের বিরুদ্ধে উইকেট না পেলেও শ্রীলঙ্কা ও নেপালের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে একাধিক উইকেট পেয়েছেন। সেই সঙ্গে গড়ে ফেলেছেন একটি বড় রেকর্ড।
আরও পড়ুন: বড় চাপ নামলো BCCI-এর কাঁধ থেকে! এশিয়া কাপ ফাইনালে পৌঁছে বিশ্বজয়ের হাতিয়ার পেলেন রোহিত
ভারতের জার্সিতে এতদিন এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারের সম্মানটা ছিল ইরফান পাঠানোর কপালে। এই বাঁ-হাতি ভারতীয় পেসারের নামের পাশে ছিল ২২টি উইকেট। নেপালের বিরুদ্ধে ম্যাচ এই জাদেজা তাকে ছুঁয়ে ফেলেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি উইকেট নিয়ে তাকে টপকে গেছেন জাদেজা।
আরও পড়ুন: না চাইতেই হাতে চাঁদ পেলো BCCI! এবার দেশের মাটিতে ODI বিশ্বকাপ জিতবে রোহিতের ভারতই
১৮টি ইনিংসে হাত ঘুরিয়ে রবীন্দ্র জাদেজা এই টুর্নামেন্টে ২৪টি উইকেট নিয়েছেন। তবে কুলদীপ যাদব তার থেকে খুব একটা পিছিয়ে নেই। এশিয়া কাপে তিনি ২০১৮ সালে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে। আর এবার তিনটি ইনিংসে বোলিং করে নিয়ে নিয়েছেন ৯ টি উইকেট। অর্থাৎ ভবিষ্যতে তার সামনে হয়তো সুযোগ থাকবে জাদেজাকে টপকে যাওয়ার।