`৯ ঘন্টার নির্যাস মাইনাস টু, ৯৬ ঘণ্টার জেরাতেও কিছু হবে না!` CGO কমপ্লেক্স থেকে বেরিয়েই বিস্ফোরক অভিষেক

বাংলাহান্ট ডেস্ক : এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি! ফের নয় ঘন্টার ম্যারাথন জেরার শেষে ইডির দফতর থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিলেন জেরার নির্যাস মাইনাস টু। এদিন ১১টা ৩৪ মিনিটে সিজিও কমপ্লেক্সে কালো গাড়িতে ঢুকতে দেখা যায় সাংসদকে। বুধবার ইন্ডিয়া-র বৈঠকে উপস্থিত না থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকেই সাড়া দিলেন অভিষেক।

বলা বাহুল্য, ইডির এই জিজ্ঞাসাবাদকে রাজনৈতিক ভাবে বিজেপির দিকে ফেরাতে চাইলেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়, “তদন্তকারী অফিসারদের আমি কোনও দোষ দিচ্ছি না। ওঁরা ওঁদের কাজ করছেন। আগের দিন বলেছিলাম, ৮ ঘণ্টা জেরার নির্যাস হল শূন্য। আজ বলছি, ৯ ঘণ্টা জেরার নির্যাস হল মাইনাস টু। এর পরের দিন ডাকলে মাইনাস ফোর হয়ে যাবে।”

আরোও পড়ুন : মুর্শিদাবাদ থেকে মক্কা, তাও আবার সাইকেলে! বয়সকে হেলায় হারিয়ে হজ যাত্রায় প্রৌঢ়

নাম না করে এদিন সরাসরি বিজেপি এবং কেন্দ্রকেও নিশানা করেন অভিষেক। বলেন, “রাজনৈতিক প্রভুদের খুশি করতে অনেক সময়, অনেক কাজ ইচ্ছের বিরুদ্ধেই করতে হয় ইডি-কে। তাঁদের কোনও কর্মীকে দোষ দিই না আমি। সিবিআই দফতরে গিয়েও একই কথা বলেছিলাম। আজও বলছি।” পাশাপাশি অভিষেক জানান, ইডি-র সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

আরোও পড়ুন : ‘এবার এগিয়ে যাওয়ার সময়’…বাবুলের পোস্ট ঘিরে চর্চা তুঙ্গে, উঠে এল ইন্দ্রনীলের নামও

সাংবাদিকদের অভিষেকের সংযোজন, ভবিষ্যতে প্রয়োজন পড়লে ফের আসবেন। নয় বা সাড়ে নয় ঘণ্টা নয়, দরকার পড়লে ২৪ ঘণ্টার জেরাতেও আপত্তি নেই বলে জানান তিনি। একইসঙ্গে অভিষেকের কথায়, “ইডির কাছে দাবি করছি, আজ ওদের যা বলেছি তা যেন বৃহস্পতিবার হাইকোর্টে হুবহু পেশ করে। কেন্দ্রীয় এজেন্সিকে এটা আমার চ্যালেঞ্জ রইল।”

1694618468 abhishek live

শুধু তাই নয়, একই সঙ্গে এদিন অভিষেক বলেন, “হ্যাঁ, আমি এখনও লিপস অ্যান্ড বাউন্সের সিইও। শিক্ষা দুর্নীতির ১০ পয়সা ওই কোম্পানিতে ঢুকেছে, তা ইডি প্রমাণ করুক। চ্যালেঞ্জ করছি, কোনও দুর্নীতি প্রমাণ করতে পারবে না সেন্ট্রাল এজেন্সি।” নারদকাণ্ড বা সারদায় কত জন টাকা ফেরত পেয়েছেন, প্রশ্ন করেন অভিষেক। এই যদি কেন্দ্রীয় সংস্থার ভূমিকা হয়, তাহলে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে বলে মন্তব্য করেন অভিষেক।

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর