মুর্শিদাবাদ থেকে মক্কা, তাও আবার সাইকেলে! বয়সকে হেলায় হারিয়ে হজ যাত্রায় প্রৌঢ়

বাংলাহান্ট ডেস্ক : ঘরে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। তার উপর বয়সও বেড়েছে অনেকটাই। কিন্তু, ধর্মপ্রাণ মুসলিম হয়ে হজে তো একবার যেতেই হবে। তাই বয়সের পরোয়া না করেই সাইকেল চালিয়ে মুর্শিদাবাদ (Murshidabad) থেকে মক্কার উদ্দেশে রওনা হলেন সামশেরগঞ্জের নূরেমান শেখ। পাঁচ ওয়াকতের নামাজি ৫৫ বছরের এই ব্যক্তিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।

স্ত্রী, পাঁচ মেয়ে ও চার ছেলেকে বাড়িতে রেখেই সামশেরগঞ্জের প্রত্যন্ত গ্রাম উত্তর মোহাম্মদপুর গ্রাম থেকে আল্লাহর উপর ভরসা করে মক্কার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি। দীর্ঘ ছয় মাসের রাস্তার জন্য আসবাবপত্র থেকে শুরু করে পর্যাপ্ত টাকা ও খাবার নিয়েই হজ করতে বেড়িয়েছেন সামশেরগঞ্জের বাসিন্দা।

   

আরোও পড়ুন : ‘এবার এগিয়ে যাওয়ার সময়’…বাবুলের পোস্ট ঘিরে চর্চা তুঙ্গে, উঠে এল ইন্দ্রনীলের নামও

নুরেমান শেখ বলে, ‘কয়েকদিন আগেই হজে যাচ্ছি এমন স্বপ্ন দেখি। গরিব মানুষ। বিমানে হজে যাওয়ার সামর্থ নেই। কিন্তু তা সত্ত্বেও স্বপ্নপূরণ করতেই হবে। তাই প্রস্তুতি নিতে থাকি। পাসপোর্টের জন্য পঞ্চায়েত, বিডিও, ডিএমের কাছে আবেদন করেছিলাম। কিন্তু পাসপোর্ট জোগার হলেও বিমানের খরচ জোগার হচ্ছিল না। তাই সাইকেলেই হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আরোও পড়ুন : এবার পুজোর আগেই বাংলায় চতুর্থ ‘বন্দে ভারত’! এই রুটে চলবে ট্রেন, তথ্য প্রকাশ রেলের

ওই প্রৌঢ় জানান, ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে মক্কায় পৌঁছতে সময় লাগবে মোট ৬ মাস। তবে তার জন্য প্রতিদিন ৪০ থেকে ৬০ কিলোমিটার সাইকেল চালাতে হবে তাঁকে। নূরেমান জানিয়েছেন, মসজিদে রাত্রি যাপন করবেন তিনি। মঙ্গলবার সকালে সকলের কাছ থেকে বিদায় নিয়ে ও সালাম দিয়ে বাড়ি থেকে বের হন নূরেমান শেখ।

Hajj

নুরেমানের স্ত্রী জানিয়েছেন, হজে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসার জন্য অনেক দিন আগে থেকেই ঘুরে বেড়াচ্ছিলেন নুরেমান। বিমানের খরচ বেশি হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন। তাই ঠিক করেন সাইকেলে তিনি হজে যাবেন। আপাতত পাকিস্তান বর্ডার পর্যন্ত যাবেন। সেখানে থেকে যাত্রার অনুমতি পেলে মক্কায় যাবেন। না হলে ফিরে আসতে হবে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর