বাংলা হান্ট ডেস্কঃ হাইভোল্টেজ বুধবার। দিল্লিতে বিরোধীদের জোট INDIA-র সমন্বয় কমিটির বৈঠকে না গিয়ে নিয়োগ দুর্নীতির জিজ্ঞাসাবাদে ইডির দফতরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল ১১টা বেজে ৩৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ঢোকেন সাংসদ। প্রায় ন’ঘণ্টা পর বেরিয়ে আসেন অভিষেক।
এরপর সিজিও কমপ্লেক্সে ইডি গোয়েন্দাদের ম্যারাথন জেরা (ED Interrogation) শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর ঘটনাচক্রে তৃণমূল সাংসদের মুখে উঠে আসে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কথা। অবশেষে অভিষেকের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের নাম।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর আঙ্গুল তুলে অভিষেকের প্রশ্ন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রায় ১৩ মাস আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। তবে তারপর কোনও সুরাহা হয়েছে কি? এরপর কোনও চাকরি প্রার্থী নিয়োগ পেয়েছে?
আরও পড়ুন: ঠিক কবে গ্রেফতার হবেন শুভেন্দু? এবার দিনক্ষণ জানিয়ে দিলেন অভিষেক
এখানেই শেষ নয়! নেতার মুখে উঠে আসে সারদাকর্তা সুদীপ্ত সেনের নামও। অভিষেক বলেন, আজ থেকে প্রায় ৯ বছর আগের সারদা কাণ্ডের বিচারপ্রক্রিয়াই এখনও শুরু হয়নি। আর শিক্ষক নিয়োগ দুর্নীতির বিচার কবে হবে!
ইডির তদন্ত পক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে নেতার মুখে উঠে আসে ফেলুদা-জটায়ু তত্ত্ব। অভিষেক বললেন, ‘‘ ইডিও জটায়ুর মতোই আগে থেকেই মনে মনে অপরাধী ঠিক করে নিচ্ছে। আগে অপরাধ খুঁজছে না। হয়তো তাই তারা অপরাধের গভীরে পৌঁছতে পারছে না।’’
আরও পড়ুন: মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের ডবল প্রহার! আজ রাজ্যের জেলা জেলা কাঁপাবে বৃষ্টি, সতর্ক থাকুন
অভিষেকের কথায়, ‘ইডি আগে অপরাধ সাজানোর চেষ্টা করে। সেই জন্য কোনওদিন সুরাহা হয় না। তদন্ত রাজনৈতিকভাবে প্রভাবিত। আর সেই প্রভাব না কাটলে বঞ্চিতরা বিচার পাবে না।’