বাংলা হান্ট ডেস্ক: মানিব্যাগ বা ওয়ালেট (Wallet) হল এমনই একটি জিনিস যেটি সকলেই ব্যবহার করেন। শুধু তাই নয়, মানিব্যাগে টাকাপয়সা রাখার পাশাপাশি অনেকেই নিজেদের পরিজনদের ছবি এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র রেখে দেন। কিন্তু আপনি কি জানেন এমন কিছু জিনিস রয়েছে যেগুলি মানিব্যাগে রাখা কখনোই উচিত নয়। এমনকি সেগুলি রাখলে আপনার অজান্তেই ঘটে যেতে পারে বড় বিপদ। মূলত জ্যোতিষশাস্ত্রে (Astrology) এই প্রসঙ্গে সবাইকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, মানিব্যাগে কি কি রাখা উচিত নয় সেই বিষয়গুলিও জানানো হয়েছে। বর্তমান প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে সেটি উপস্থাপিত করছি।
১. কোনো পুরোনো বিল মানিব্যাগে রাখবেন না: সবসময় মাথায় রাখবেন যে, আপনার মানিব্যাগে যেন কোনো পুরোনো বিল না থাকে। নাহলে আপনি কিছু বুঝে ওঠার আগেই আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। তাই, অবশ্যই এই বিষয়টি মনে রাখুন।
২. ছবি রাখবেন না: আমরা অনেকেই মানিব্যাগ এর মধ্যে নিজেদের অথবা পরিজনদের ছবি রেখে দিই। যা আদৌ উচিত নয়। মূলত, মানিব্যাগে কখনোই কোনো জীবিত বা মৃত ব্যক্তির ছবি রাখবেন না। শুধু তাই নয়, সেখানে কোনো দেবতার ছবিও রাখা উচিত নয়। কারণ, মানিব্যাগে রাখা এই ছবিগুলিকে অশুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন: এক বছরেরও কম সময়ে বাজিমাত টাটার, তৈরি করল ৪৯৩ কোটি টাকার মোবাইলের যন্ত্রাংশ
৩. সঠিকভাবে টাকা রাখুন: মানিব্যাগে সর্বদা ভালোভাবে টাকা রাখতে হয়। অনেকেই বিভিন্ন সময়ে ব্যস্ততার কারণে নোটগুলিকে ভালোভাবে না রেখে মুড়ে মানিব্যাগে রেখে দেন। যেটি কখনোই উচিত নয়। কারণ ওইভাবে টাকা মুড়ে রাখলে বাস্তুদোষ এবং আর্থিক সঙ্কট দেখা দেয়।
আরও পড়ুন: শুধু DA নয়, এবার মিলবে বোনাসও! কর্মচারীদের জন্য বড় ঘোষণা সরকারের, কারা পাবেন এই সুবিধা?
৪. নোট এবং কয়েন একসাথে রাখবেন না: মানিব্যাগে নোট এবং কয়েন রাখার সময়েও সতর্ক থাকতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী , মানিব্যাগে কখনোই নোট এবং কয়েন একসাথে রাখা উচিত নয়। অর্থাৎ, সেগুলিকে ওয়ালেটে থাকা পৃথক পৃথক পকেটে রাখতে হবে।
৫. মানিব্যাগে রাখবেন না চাবি: সবসময় মাথায় রাখবেন যে, মানিব্যাগে কখনোই চাবি রাখতে নেই। অনেকেই তাঁদের মানিব্যাগে চাবি রেখে দিলেও এবার থেকে এটি করা থেকে বিরত থাকুন। শাস্ত্র অনুসারে, মানিব্যাগ বা ওয়ালেটে চাবি রাখলে সংশ্লিষ্ট ব্যক্তি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই মাথায় রাখুন এই জিনিসগুলি।
বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলাহান্ট এগুলি নিশ্চিত করে না। পাশাপাশি, বিস্তারিত জানতে হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।