অল্প খরচে দুর্দান্ত ভ্রমণ, পুজোয় ঘুরে আসুন এই বস্তি থেকে! জুড়িয়ে যাবে মন প্রাণ

বাংলাহান্ট ডেস্ক : পুজোয় অনেকেই বাইরে ঘুরতে যান। পুজোর সময় কারোর ডেস্টিনেশন হয় পাহাড়, আবার কারোর ডেস্টিনেশন সমুদ্র। কিন্তু পুজোর কটা দিন আপনি যদি একটু অন্যরকম ভাবে ভ্রমন করতে পছন্দ করেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। ফারাবারি নেপালি বস্তি অবস্থিত বৈকন্ঠপুর জঙ্গলের মাঝে।

এই বৈকুন্ঠপুর জঙ্গল শিলিগুড়ি শহর থেকে মাত্র ৫-৬ কিলোমিটার দূরে। জঙ্গলের মধ্যে গড়ে ওঠা এই রিসর্ট আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে। শাল বাগানের মধ্যে দিয়ে চলা পথ আপনাকে পৌঁছে দেবে রিসর্ট এর দোরগোড়ায়। শহরের কাছেই অবস্থিত এই রিসর্ট যেন এক মায়ামোহিনীর কুঞ্জক্ষেত্র।

আরোও পড়ুন : গল্প নয় সত্যি! এখন থেকে সব মহিলারাই মাস গেলে পাবেন ৬০০০ টাকা, দুর্দান্ত উদ্যোগ রাজ্য সরকারের

এই রিসর্টে রয়েছে খাবারের অসংখ্য পদ। বাঙালি থেকে চাইনিজ-মুঘলাই, জিভে জল আনা বিভিন্ন খাবার পেয়ে যাবেন এখানে। অপূর্ব সুন্দর কটেজগুলিতে রয়েছে রাত্রিযাপনের সুব্যবস্থা। প্রিয় মানুষের সাথে দু-তিন দিন এই রিসর্টে রাত্রি যাপন অত্যন্ত মুগ্ধকর অভিজ্ঞতা হবে।

আরোও পড়ুন : এই রেশন কার্ড থাকলেই এবার কেল্লাফতে! চাল,গম তো থাকছেই, সঙ্গে ৩ মাস পাবেন এই জিনিসটাও

এই রিসর্টের ম্যানেজার সঞ্জয় শাহ বলেছেন, “আমাদের রিসর্ট শহর থেকে খুব কাছে। চারিদিকে রয়েছে জঙ্গল। নেই পলিউশন। সবুজের স্নিগ্ধতায় একান্ত নিরিবিলিতে সময় কাটাতে পারবেন এখানে। সুইমিং পুল থেকে থাকা-খাওয়ার ব্যবস্থা, সব কিছুরই সুব্যবস্থা রয়েছে এখানে।”

screenshot 2023 09 14 16 33 13 11

রিসর্টে ঘুরতে আসা এক পর্যটক জানিয়েছেন, “শহরে মানুষের কোলাহলে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জটিলতা আর ভালো লাগেনা। মন চাইলেই চলে আসি এখানে। আমার বাড়ি থেকে এই জায়গাটি খুব কাছে। পাহাড়ে যাওয়া তো সব সময় সম্ভব হয় না। এখানে এলে মনটা ভালো হয়ে যায়।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর