বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার একটি বড়সড় বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল মুম্বাই এয়ারপোর্ট (Mumbai Airport)। জানা গিয়েছে, সেখানে বিকেলে একটি চার্টার্ড বিমান অবতরণের সময়ে পিছলে গিয়ে ভেঙে পড়ে। ওই বিমানটিতে ৬ জন যাত্রী সহ ২ জন ক্রু মেম্বার ছিলেন। তাঁদের মধ্যে ৩ জন যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাশাপাশি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুম্বাই বিমানবন্দরে অন্যান্য বিমানের টেকঅফ এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৫ টা ২ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তখন প্রবল বৃষ্টি হচ্ছিল বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
मुंबई एयरपोर्ट पर विशाखापत्तनम से आ रहा प्राइवेट जेट रनवे पर हुआ क्रैश, जेट में 6 यात्री और 2 क्रू मेंबर थे सवार
खराब मौसम के चलते प्राइवेट जेट रनवे पर हुआ क्रैश#Mumbai #MumbaiAirport #Aircraft pic.twitter.com/mW6VVgUkDc
— Jay Acharya ( VTV NEWS ) (@AcharyaJay22_17) September 14, 2023
এই প্রসঙ্গে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে যে, বিশাখাপত্তনম থেকে ভিএসআর ভেঞ্চারস লিয়ারজেট ৪৫ বিমানটি মুম্বাই বিমানবন্দরের রানওয়ে ২৭-এ অবতরণের সময়ে পিছলে যায়। এদিকে, সেই সময়ে তুমুল বৃষ্টি হওয়ায় দৃশ্যমানতা ছিল মাত্র ৭০০ মিটার। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: হতে চেয়েছিলেন নায়িকা, কিন্তু হলেন IPS অফিসার! অপরাধীরা যমের মত ভয় পায় এই “লেডি সিংঘম”-কে
বিমানের মালিক দিলীপ বিল্ডকন: জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির মালিকানা রয়েছে দিলীপ বিল্ডকন নামের একটি ইনফ্রাস্ট্রাকচার সংস্থার কাছে। এদিকে, ইতিমধ্যেই এই ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে পুরো বিষয়টি স্পষ্টভাবে দেখা গিয়েছে। এদিকে, ওই বিমানটিতে আগুনও লেগে যায়। দমকল বাহিনী ওই আগুন নিভিয়ে ফেলে।
আরও পড়ুন: মৃত্যুর ৭ মিনিট পর ফের প্রাণ ফিরে পেলেন অভিনেতা, “দেখেছি স্বর্গ, চাঁদ, উল্কা”, করলেন দাবি
এদিকে, মুম্বাই বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, ঘটনাটি দমকলকে বিকেল ৫ টা ৪৫ নাগাদ জানানো হয়। পাশাপাশি এই দুর্ঘটনার তথ্য এমএফবি ও বিমানবন্দরের কর্তব্যরত অফিসাররা দিয়েছিলেন। যেখানে বলা হয়, একটি ছোট প্রাইভেট জেট VTDBL রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে।