‘কত নম্বরে আছি সেটা…’, TRP টপার থেকে সোজা ৪-এ যাওয়ার পর মুখ খুললেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা

বাংলা হান্ট ডেস্ক : সপ্তাহের বৃহস্পতিবার মানেই সেদিন টিআরপি (TRP) গোনার দিন। সিরিয়ালপ্রেমীরা মুখিয়ে থাকে এই দিনটার জন্য। কারণ সারা সপ্তাহে কোন সিরিয়াল ভক্তদের কতটা খুশি করতে পারলো তা জানা যায় এই নম্বর দিয়েই। তবে এই সপ্তাহটা ‘জগদ্ধাত্রী’ প্রেমীদের (Jagadhatri) জন্য মোটেও ভালো যায়নি। কারণ চলতি সপ্তাহে এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে গেছে জ্যাস স্যানালের এই মেগা।

অনুরাগীরা সকলেই জানেন যে, বেশ কয়েক বছর ধরেই নম্বর ওয়ান পজিশনে ছিল জি বাংলার এই মেগা। তবে চলতি সপ্তাহে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনও স্থানই দখল করতে পারল না জি বাংলার এই জনপ্রিয় মেগা। এমতাবস্থায় কী বলছেন ধারাবাহিকের মূল চরিত্র জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক? সম্প্রতি সেটা নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।

এইদিন অঙ্কিতা জানান, ‘যখন আমরা ১ নম্বরে ছিলাম। তখনও যে এটা নিয়ে উৎফুল্ল হয়েছিলাম, তেমনটা নয়। আর যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে সিরিয়াল প্রথম বা দ্বিতীয়তে আছে, তাদের মধ্যে নম্বরের ফারাক খুব একটা নয়। পার্থক্য এতটাই কম যে আলোচনা করার মতো নয়। এছাড়া মানুষের ভালোবাসা পাচ্ছি, সেটাই বড় বিষয়, কত নম্বরে আছি সেটা আমায় ভাবায় না।’

আরও পড়ুন : ‘আবেগের বশে…’, অজগরের উপর পা দেওয়ায় তীব্র কটাক্ষ! অবশেষে মুখ খুললেন সোহম

যদিও একটা জিনিস আজকাল অনেকেই লক্ষ্য করেছেন যে, ধারাবাহিকের নম্বর কমলেই বন্ধ করে দেওয়া হচ্ছে সফর। যদিও ‘জগদ্ধাত্রী’র ক্ষেত্রে এখনই সেই পদক্ষেপ নেওয়া হবে বলে মনে হয়না। কারণ একথা সকলেই জানেন যে, সবসময় কারোরই সমান যায়না। ইতিমধ্যেই পুরো ১ টা বছর অতিক্রম করে ফেলেছে এই মেগা। ধারাবাহিকের নতুন মোড় নিয়ে দর্শকদের উৎসাহ মোটেও কমেনি। আর অঙ্কিতা তো তাতেই খুশি।

আরও পড়ুন : ‘শেষকৃত্যের কাঠ জমা করে রেখেছি, এটাই আমার পুঁজি…’, জীবন নিয়ে আবেগঘন বার্তা নানা পাটেকর

00000008cb79756223534d2fb9bda50a3682a8a2.webp

জানিয়ে দিই, চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সেরার সেরা খেতাব ছিনিয়ে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। রীতিমত টানটান উত্তেজনা চলছে এই সিরিয়ালে। ৮.৮ নম্বর নিয়ে প্রথম স্থানে পৌঁছেছে তারা। এদিকে তারপরেই রয়েছে ফুলকি। এছাড়া পর্ণা সৃজনের ‘নিম ফুলের মধু’ও টপকে গেছে জগদ্ধাত্রীকে। তারা রয়েছে তৃতীয় স্থানে। এদিকে জগদ্ধাত্রী রয়েছে চার নম্বরে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর