বাংলাহান্ট ডেস্ক : ক্ষমতায় আসার পর থেকেই মোদী সরকার নানান নতুন প্রকল্প চালু করেছেন। স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন পিএম বিশ্বকর্মা স্কিমের (PM Vishwakarma Scheme)। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর প্রকল্পটি নিয়ে শুরু হয় জোড় আলোচনা। এবার বাস্তব রূপ পেতে চলেছে পিএম বিশ্বকর্মা স্কিম।
দেশের শিল্পী ও কারিগরদের আর্থিক সাহায্য করার লক্ষ্যে ১৭ই সেপ্টেম্বর উদ্বোধন হতে চলেছে এই প্রকল্পের। জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পাবেন স্বর্ণকার, কামার, তাঁতি, ধোপা, নাপিত, যাদের অধিকাংশই ওবিসি জনগোষ্ঠীর। সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের আওতায় এদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবিরেরও।
আরোও পড়ুন : শহরবাসীর জন্য দুর্দান্ত চমক কলকাতা মেট্রোর! জোরকদমে চলছে কাজ, খুলবে আরেকটি স্টেশন
আবেদন করতে হলে ভিজিট করতে হবে https://diupmsme.upsdc.gov.in/- এই পোর্টালে। এরপর সরকারের তরফ থেকে আয়োজন করা হবে ১৫ দিনের একটি অ্যাডভান্স প্রশিক্ষণ শিবিরের। শিবিরে অংশগ্রহণকারীদের প্রতিদিন ৫০০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে বলে জানানো হয়েছে। পিএম বিশ্বকর্মা সার্টিফিকেট ও আইডি কার্ড দেওয়া হবে কারিগরদের।
আরোও পড়ুন : কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠে বেচা হল কোটি টাকার মদ! সুরা বিক্রির অংকটা শুনলে চমকে উঠবেন
কারিগরেরা এই কার্ডের মাধ্যমে প্রথম দফায় ১ লক্ষ ও দ্বিতীয় দফায় ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য পাবেন। মাত্র ৫% সুদ ধার্য করা হয়েছে এর জন্য। টুলকিট ভাতা বা ইনসেনটিভ বাবদ ১৫ হাজার টাকা ই-ভাউচার বা ই-রুপি দেওয়া হবে এই প্রকল্পের উপভোক্তাদের। এছাড়াও এই প্রকল্পের অধীনে কারিগরদের দেওয়া হবে কম সুদে জামানতবিহীন লোন।
কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সার্টিফিকেশন, ব্রান্ডিং, বিজ্ঞাপন ও অন্যান্য মার্কেটিংয়ের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। মোট ১৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২০২৪ থেকে ২০২৮ অর্থবর্ষের জন্য। তবে, এই নয়া প্রকল্পের ফলে বহুজন যে ভীষণভাবে উপকৃত হবেন তা বলাই বাহুল্য।