কোহলিকে দিয়ে জল বয়ানোর সিদ্ধান্ত কি সঠিক ছিল? কি বললেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) ভারতের হারের পর বেশ কিছু প্রশ্ন উঠছে ভারতীয় দলকে (Indian Cricket Team) নিয়ে। রোহিত শর্মা (Rohit Sharma) প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করে তারপর প্রথম একাদশ নামিয়েছিলেন। অনেকে বলছেন যে সেইজন্যই ভারতীয় দল কাল অপেক্ষাকৃত দুর্বল ছিল। কিন্তু সত্যিই কি সেই বাহানা গ্রহণযোগ্য?

কারণ কালকে ভারতের প্রতিপক্ষ ছিল এই এশিয়া কাপের সুপার ফোরের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে। আর তারাও নিজেদের সেরা একাদশের বেশ কিছু ক্রিকেটারকে কাল নামায়নি। তা সত্ত্বেও ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই চাপে পড়া সত্ত্বেও ঠান্ডা মাথায় কাল তারা জয় ছিনিয়ে নিয়েছে।

বিরাট কোহলি গত দুই মাসে মাত্র ৩টি ওডিআই ম্যাচে ব্যাটিং করেছেন। তার মধ্যে একটি ম্যাচে শুধুমাত্র তার ব্যাটকে গর্জন করতে দেখা গিয়েছে। এখন প্রশ্ন হলো বিশ্বকাপের আগে এমন অবস্থায় সত্যি কি কোহলিকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন ছিল? যদিও বিরাট কোহলি সেই সিদ্ধান্তে বিন্দুমাত্র অখুশি ছিলেন এমনটা মনে হয়নি। খুশি মনেই একাদশের ক্রিকেটারদের জন্য তাকে জল বইতে দেখা গিয়েছে।

water boy

বিরাট কোহলির মতো ক্রিকেটাররা না থাকায় যে জায়গায় ভারতীয় দল সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তা হলো ফিল্ডিং। বাংলাদেশকে কাল ভারত ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছে একাধিক ক্যাচ ফেলে। বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে এই বিষয়টি নিয়ে আলাদা করে ভাবতেই হবে। সেই টুর্নামেন্টে এমন ভুল করলে সেটা হবে ক্ষমাহীন অপরাধ।

আরও পড়ুন: আরও একবার BCCI-এর চিন্তা বাড়ালো ভারতীয় দল! বাংলাদেশের সামনে নেমে বড় শিক্ষা রোহিতদের

আপাতত ভারতের পরবর্তী লক্ষ্য হলো এশিয়া কাপের খেতাব জয়। সেই লক্ষ্যে রবিবার শ্রীলঙ্কার মুখোমুখী হচ্ছে ভারত। এই শ্রীলঙ্কা যথেষ্ট ভালো ছন্দে আছে। ভারতকে তারা সুপার ফোরের ম্যাচে যথেষ্ট বেগ দিয়েছে। ফিল্ডিংয়ে এই জাতীয় ভুল তাদেরকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর