বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই মিডিয়া লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, গদর ২, দ্য কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরির মতো ছবির সাফল্য দেখে তিনি ভীত। বর্ষীয়ান অভিনেতার এই মন্তব্য সামনে আসার পর থেকেই যেন উঠে গিয়েছে সমালোচনার ঝড়। আর এবার তাতে সামিল হলেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen)।
উল্লেখ্য, কিছুদিন আগে হিন্দি ছবির ট্রেন্ড নিয়ে কথা বলতে গিয়ে নাসিরউদ্দিন শাহ বলেন, ‘এটা বিরক্তিকর যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্রগুলি এত ব্যাপকভাবে জনপ্রিয় যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা এবং হনসল মেহতা, যারা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন তাদের তৈরি করা চলচ্চিত্রগুলি লোক দেখে না৷ আসলে এখন আপনি যত বেশি জিঙ্গোইস্ট হবেন, তত বেশি জনপ্রিয় হয়ে উঠবেন।’
এখানেই শেষ নয়, এইদিন অভিনেতা আরও বলেন, ‘কারণ এই ভাবনাই এখন দেশে চলছে। দেশকে ভালোবাসা স্পষ্ট নয়, তা ঢাকঢোল পিটিয়ে বলতে হবে। লোকেরা বুঝতে পারে না যে তারা যা করছে তা খুব ক্ষতিকারক। এই যেমন, ‘কেরালা স্টোরি’ এবং ‘গদর ২’-এর মতো ছবি, আমি সেগুলি দেখিনি তবে আমি জানি সেগুলি কী।’ প্রবীন অভিনেতার এই বক্তব্য সামনে আসার পরপরই মুখ খুলেছিলেন বিবেক অগ্নিহোত্রী, অনিল শর্মা।
আরও পড়ুন : দুর্ঘটনার কবলে এই জনপ্রিয় অভিনেতা, পড়ল ২০টা সেলাই, বন্ধ সিরিয়ালের শ্যুটিং! চিন্তিত দর্শকরা
এইদিন নিজের মুখ খুললেন ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালক সুদীপ্ত সেনও। তিনি বলেন, ‘একটা মানুষের সিনেমা না দেখে মন্তব্য করা আসলে পাগলামোর লক্ষণ। ২ মাস ধরে খুঁটিয়ে দেখার পর সিবিএফসি এই সিনেমাকে ছাড়পত্র দেয়। উনি নিজের খ্যাতির উপরেই প্রশ্নের চিহ্ন ফেলে দিয়েছেন। আমি নাসিরজিকে যথেষ্ট সম্মান করি। কিন্তু আমার সিনেমাকে জিঙ্গোইস্টিক বলা খুব দায়িত্বহীন কথাবার্তা। তাও আবার তার থেকে যে ছবিখানা দেখেইনি।’
আরও পড়ুন : ফাঁড়া কাটেনি! ফ্ল্যাট প্রতারণা মামলায় ED-র হাতে উঠে এল ভয়ানক তথ্য, বিপদে মহানায়িকা নুসরত
এর আগে অনিল শর্মা বলেছিলেন, ‘আমি তার অভিনয়ের একজন ভক্ত। তিনি যদি এই বক্তব্যগুলো দিয়ে থাকেন, তাহলে আমি তাকে আমার সিনেমা দেখার জন্য অনুরোধ করতে চাই। আমার বিশ্বাস তারপর তিনি অবশ্যই তার মতামত পরিবর্তন করবেন। নাসির সাহেব ভালো করেই জানেন যে, আমি আমি সবসময় মশলার জন্য সিনেমা বানিয়েছি, এবং কখনোই রাজনৈতিক এজেন্ডা আমার চলচ্চিত্রের অংশ ছিল না।’
আরও পড়ুন : ‘শেষকৃত্যের কাঠ জমা করে রেখেছি, এটাই আমার পুঁজি…’, জীবন নিয়ে আবেগঘন বার্তা নানা পাটেকর
অন্যদিকে বিবেক অগ্নিহোত্রী বেশ চাঁচাছোলা ভাষাতেই জবাব দিয়েছিলেন। পরিচালক বলেন, ‘নাসিরুদ্দিন শাহ এমন ছবিতে অভিনয় করেন, যে ছবি গণহত্যাকে সমর্থন করে এবং এটা ওর ধর্মের কারণে বা হতাশার কারণে হতে পারে। তবে যে কারণেই হোক না কেন, সম্ভবত উনি সন্ত্রাসীদের সমর্থন করেন। নাসির যা বলেন তা আমি পাত্তাও দিই না কারণ সন্ত্রাসবাদের প্রতি আমার কোনও সহনশীলতা নেই, হয়তো উনি তাদের ভালোবাসেন। আমি নাসির ভাইয়ের অভিনয় দেখেই দ্য তাসখন্দ ফাইলস-এ ওকে কাস্ট করেছিলাম। কিন্তু তারপরে ওর এমন ভীমরতি হল কী করে কে জানে!’