INDIA জোটের তোরজোড়ের মাঝেই বড় ঝটকা দিলেন মোদী! এক তথ্যেই বিরোধীদের মাথায় হাত

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) মানেই একের পর এক চমক। সারা বিশ্বে আবার তার নাম সেরার তালিকার ১ নম্বরে। ফের বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার (Most Popular Global Leader) তকমা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল সার্ভেতে ঠিক এই তথ্যই উঠে এসেছে।

মার্কিন কনসালটেন্সি ফার্ম মর্নিং কনসাল্টের ‘গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’ অনুয়ায়ী, নমো সেই সমীক্ষায় পেয়েছেন ৭৬ শতাংশ রেটিং, যা বিশ্বের যে কোনও নেতার থেকে বেশি। মোদীর পরই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট।

ওদিকে সপ্তম স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দশম স্থানে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ১৫ নম্বরে আছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ওই মার্কিন সংস্থার তরফে জানানো হয়েছে, আমেরিকার সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ৪৫,০০০ জন। অন্য ২২ টি দেশ থেকে সমীক্ষায় ৫০০ থেকে ৫,০০০ জন মানুষ অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন: দুর্যোগের ডঙ্কা বাজছে! কিছুক্ষণ রেস্ট নিয়েই ফের শুরু হবে বৃষ্টির তাণ্ডব, কী জানাচ্ছে হাওয়া অফিস?

জানা গিয়েছে, গত ৬ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে এই সমক্ষার তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই সময় নয়াদিল্লিতে জি২০ সম্মেলন আয়োজিত হয়। যে ২২ জন নেতার নাম দেওয়া হয়েছিল সেই ২২ টি দেশের প্রাপ্তবয়স্ক মানুষদের তথ্যের ভিত্তিতে সেই সমীক্ষা সম্পন্ন করা হয়েছে।

modi (2)

আরও পড়ুন: নজিরবিহীন! কলকাতার পুর অধিবেশনেই TMC-BJP কাউন্সিলরদের তুমুল মারপিট, গালাগালি

অন্যদিকে শুধুই যে জনপ্রিয় তেমনটা নয়, প্রধানমন্ত্রপী মোদীর অস্বীকৃতির রেটিংও বিশ্বের ওই সকলের নেতাদের মধ্যে সব চাইতে কম। মাত্র ১৮ শতাংশ। একদিকে যেখানে মোদীকে হারাতে বিরোধী জোট INDIA সর্বক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে তাদের তোরজোড়ের মাঝে বড় ঝটকা দিয়ে দিলেন মোদী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর